রাজশাহীতে প্রিমিয়ার লিগ চালু করার ঘোষণা বিসিবি সভাপতির

ছবি: গণমাধ্যমে কথা বলছেন আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকফ্রেঞ্জি

স্বল্প সময়ের মাঝে দেশজুড়ে ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার আশ্বাস দিয়েছিলেন আমিনুল। এবার রাজশাহী ভ্রমণে গিয়ে বিষয়টিকে আরো বেশি জোরালো করলেন নয়া এই বোর্ড সভাপতি। রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালু করার কথাও জানিয়েছেন তিনি।
সাকিব ইস্যুতে আবারও নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেন বুলবুল
১৪ জুলাই ২৫
'আমরা দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড (বিকেন্দ্রীকরণ) করতে চাই। রাজশাহীতে প্রথম শ্রেণির ক্রিকেট হয় মাঝে মধ্যে। আমরা বৃহত্তর রাজশাহী অঞ্চলের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করব। এখানে আমরা ক্রিকেট সক্রিয়তা আরও বাড়াব। এখানে ক্রিকেট ট্রেইনিং প্রোগ্রাম আরও বাড়ানো হবে।'

'আপনারা জানেন, ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করতে যাচ্ছি। সব জায়গাতে ক্রিকেট ছড়িয়ে দিতে চাচ্ছি। কীভাবে এখানে আরও বেশি ক্রিকেট খেলা হতে পারে, কীভাবে রাজশাহী থেকে জাতীয় দলে খেলোয়াড়রা যুক্ত হতে পারেন। কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে আপনারা সাহায্য করতে পারেন। সে বিষয়ে আমরা আলোচনা করব।'
নির্বাচকদের সুনজরে সোহান
১৬ জুলাই ২৫
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে গণমাধ্যমকে এমনটা জানান আমিনুল। লাল বলের ক্রিকেটে আরো বেশি গুরুত্ব দেয়ার কথা জানান তিনি।
'আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে দেখতে চাই। এটা একটা লঞ্চ প্যাড হিসেবে দেখলাম, বাংলাদেশের মানুষ বিশেষ করে গতকালকে খুলনায়, আজকে রাজশাহীতে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ এরই মধ্যে পূর্ণ সদস্য (আইসিসির)। ২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। আমরা এই আয়োজন সব সময় করতে চাই। এটা একটা অংশ।'