ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশকে চায় পাকিস্তান

ফাইল ছবি
সবশেষ মে-জুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছে বাংলাদেশ। একই সমান ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে পাকিস্তান। কয়েকমাসের ব্যবধানে আবারও পাকিস্তানের সঙ্গে খেলার সুযোগ হচ্ছে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের আলাপের বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।

promotional_ad

উপমহাদেশে আইসিসির টুর্নামেন্ট খেলতে আসার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নিজেদের প্রস্তুতিতে বাড়তি নজর দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে প্রস্তুতি নিয়েছে অজিরা। চলতি বছরের শুরুতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও একই পথে হেঁটেছে তারা।


আরো পড়ুন

এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ কাল, রাতেই আসছে আফগানিস্তান

৩ ঘন্টা আগে
ফাইল ছবি

শ্রীলঙ্কায় দুই টেস্টের সঙ্গে ‍দুইটি ওয়ানডে যোগ করে আইসিসির এই টুর্নামেন্টের প্রস্তুতি সেরেছেন স্টিভ স্মিথরা। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। সেই বিশ্বকাপের আগেও নিজেদের প্রস্তুতিতে ছাড় দিচ্ছে না অস্ট্রেলিয়া। আইসিসির ভবিষ্যত সূচি অনুযায়ী, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পাকিস্তানে যাবেন প্যাট কামিন্সরা।


promotional_ad

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সিরিজটি দ্বিপাক্ষিক হওয়ার কথা থাকলেও সেখান থেকে সরে আসতে যাচ্ছে তারা। জানা গেছে, প্রস্তুতির স্বার্থে দ্বিপাক্ষিক নয় ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় পাকিস্তান ও অস্ট্রেলিয়া। তৃতীয় দল হিসেবে তাদের সঙ্গে যুক্ত হতে পারে বাংলাদেশ। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, সাম্প্রতিক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে তৃতীয় দল হিসেবে স্বাগতিক পাকিস্তানের পছন্দ বাংলাদেশ।


আরো পড়ুন

মনে হয়েছে এখনই থেমে যাওয়ার সময়: রাসেল

১১ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

সূত্র জানায়, পিসিবির থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রস্তাব পায়নি বিসিবি। তবে এ নিয়ে পিসিবি নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে বর্তমানে বাংলাদেশে রয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ২৪ ও ২৫ জুলাই সভার ফাঁকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি।


পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার পর বুলবুলও নিশ্চিত করেছেন, পাকিস্তানের সঙ্গে সিরিজ বাড়াতে মহসিন নাকভির সঙ্গে আলোচনা করবেন তিনি। ব্যাটে-বলে মিলে গেলে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজটি হতে পারে ৭ ম্যাচের ত্রিদেশীয় সিরিজ। যেখানে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকলে ফাইনালও খেলার সুযোগ থাকবে লিটনদের।


বর্তমানে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী এক মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হবে বাংলাদেশ। কারণ তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগষ্টে ভারতের বাংলাদেশে আসার কথা থাকলেও সেটা পিছিয়ে গেছে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়া কাপের আগে তাই বাংলাদেশের প্রস্তুতির ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। তবে ত্রিদেশীয় সিরিজটি খেলতে পারলে বিশ্বকাপের আগে প্রস্তুতির ঘাটতি পুষিয়ে নিতে পারবেন ক্রিকেটাররা। এমনটা বিশ্বাস করেন বিসিবি কর্তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball