শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেন সোহানরা

ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নুরুল হাসান সোহান

দেশ ছাড়ার আগে ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন 'এ' দলের অধিনায়ক। গত বছর (২০২৪) এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েছিল বাংলাদেশ। সেবার এই সিরিজের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে হেরে যায় দলটি। এবারও ফাইনালের উঠার লক্ষ্য বাংলাদেশের।
প্রতিদ্বন্দ্বী নয়, যে যোগ্য সেই খেলবে: সোহান
৬ আগস্ট ২৫
নিজেদের পরিকল্পনা নিয়ে সোহান বিমানবন্দরে গণমাধ্যমকে বলেছেন, 'আমি মনে করি, আমরা যে পরিবেশে খেলতে যাচ্ছি, তা সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং একই সাথে একটি ভালো সুযোগও। আমরা অবশ্যই চেষ্টা করবো নিজ নিজ অবস্থান থেকে সেরাটা দিয়ে ফাইনাল খেলার।'

আগের আসরে শিরোপার অনেক কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশের দলটিকে। তবে এবার শিরোপা হাতে নিয়েই ফিরতে চান সোহান। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা সহজ হবে না সেটা জানা আছে সোহানদের। তবুও শতভাগ দিয়ে সেরা পারফরম্যান্স করতে চায় বাংলাদেশ 'এ' দল।
এ প্রসঙ্গে সোহান বলেছেন, 'অবশ্যই সেই আশা করছি, ইনশাআল্লাহ (শিরোপা নিয়ে ফিরতে)। তবে আমি মনে করি, আমাদের সেখানে শতভাগ দিয়ে খেলতে হবে। দল হিসেবে খেলা এবং প্রক্রিয়াগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে।'
এই টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ 'এ' দল এবং পাকিস্তান শাহীন্স। আগামী ১৪ আগস্ট, সন্ধ্যা ৭টায় ডারউইনের টিআইও স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দল প্রতিপক্ষ হিসেবে পাবে বিগ ব্যাশ লিগের দুই দল মেলবোর্ন স্টার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স ছাড়াও নেপাল, পার্থ স্কোর্চার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে।