ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন কোহলি-রোহিত

ফাইল ছবি
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। সবশেষ আইপিএল চলাকালীন কাছাকাছি সময়ে দুজনে ছেড়েছেন টেস্ট ক্রিকেটও। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভাবনায় ৫০ ওভারের ক্রিকেট খেলছেন তারা দুজন। যদিও গুঞ্জন আছে অস্ট্রেলিয়া সফরের পর ওয়ানডে থেকে অবসর নিতে পারেন কোহলি ও রোহিত। এমন প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক জাগরণ।

promotional_ad

২০২৭ সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপের আগামী আসর। আইসিসির ভবিষ্যত সূচি অনুযায়ী, বিশ্বকাপের আগে ৮টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত। অর্থাৎ দুই বছরে মাত্র ২৪টি ওয়ানডে খেলার সুযোগ পাবেন তারা। এত অল্প ম্যাচ খেলে ২০২৭ বিশ্বকাপে তারা দুজনে সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সৌরভ গাঙ্গুলি।


আরো পড়ুন

রোহিত-কোহলির বিশ্বকাপ মিশন নিয়ে আলোচনায় বসবে বিসিসিআই

৬ আগস্ট ২৫
বিরাট কোহলি (বামে) ও রোহিত শর্মা (ডানে), ফাইল ফটো

ম্যাচ অনুশীলন ও ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জে পড়তে হতে পারে তাদের। ভারতের পরের ওয়ানডে সিরিজ চলতি বছরের অক্টোবরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। দৈনিক জাগরণের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়া সফর শেষেই ওয়ানডে ক্রিকেটও ছাড়তে পারেন রোহিত ও কোহলি। তবে তাদের দুজনের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে।


promotional_ad



আরো পড়ুন

২০২৭ বিশ্বকাপে রোহিত-কোহলির জায়গা পাওয়া কঠিন হবে, মনে করেন গাঙ্গুলি

২২ জুন ২৫
ফাইল ছবি

সেটার জন্য অবশ্য নির্বাচকদের শর্ত মেনে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ভারতের একদিনের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি। নির্বাচকদের চাওয়া অনুযায়ী, বিশ্বকাপে খেলতে হলে কিংবা ভাবনায় থাকতে হলে ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে রোহিত ও কোহলির দুজনকেই।


ওই বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে ৩৮ এবং রোহিত প্রায় ৪০ বছর ছুঁয়ে ফেলবে। এমন অবস্থায় পারফরম্যান্সের সঙ্গে ফিটনেস চ্যালেঞ্জেতেও উতরে যেতে হবে তাদের। আইপিএলের সবশেষ আসরের আগে কোহলি জানিয়েছিলেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জিততে চান। তবে বর্তমানে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন রোহিত ও কোহলির দুজনই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball