‘ইংল্যান্ডকে কঠিন সময় দিয়ে অস্ট্রেলিয়ায় বাজেভাবে হারবে বাংলাদেশ’

ফাইল ছবি
২০২৬ সালের আগষ্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। পরের বছর ২০২৭ সালের ফেব্রুয়ারিতে দেশের মাটিতে টাইগাররা দুই টেস্ট খেলবে ইংল্যান্ডের বিপক্ষেও। আকাশ চোপড়া মনে করেন, ঘরের মাঠে ইংল্যান্ড কঠিন সময় দেবেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলামরা। তবে অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা সফরে গিয়ে বাজেভাবে হারবে বাংলাদেশ।

promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে সাত ম্যাচের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। দ্বিতীয় চক্রে ১২ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল তারা। যদিও পয়েন্ট টেবিলের তলানিতেই থাকতে হয়েছে টাইগারদের। তবে সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে নিজেদেরকে ছাড়িয়ে গেছে তারা। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় পেয়েছে বাংলাদেশ।


আরো পড়ুন

বিতর্কিত বিপিএলের জন্য বিসিবিকে দায় দিচ্ছে চিটাগং

৩ ঘন্টা আগে
চিটাগং কিংস

প্রথম দুই চক্রে তলানিতে থাকলেও এবার শেষ করেছে ৭ নম্বরে থেকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা। আগামী চক্রে কাদের ফাইনালে ওঠার সম্ভাবনা কতটুকু আছে সেটা নিয়েই আলোচনা করেছেন আকাশ চোপড়া। জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক জানান, বাংলাদেশ আবারও ফাইনালে ওঠার লড়াইয়ে থাকতে পারবে না বলে তাদের নিয়ে কথা বলতে চান না।


promotional_ad

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আমি কথা বলব না কারণ তারা এখানে (ফাইনালে) পৌঁছাতে পারবে না। তারা লড়াইয়েও আসতে পারবে না। সবাই যখন বাংলাদেশের বিপক্ষে খেলে তারা তখন পয়েন্ট পাওয়ার কথা ভাবে। বিশেষ করে বাংলাদেশ যখন তাদের দেশে সফর করে। কিন্তু নিশ্চিতভাবেই দেশের মাটিতে প্রতিপক্ষকে কঠিন সময় দেয়।’


আরো পড়ুন

‘সিরাজের খাদ্যাভাস অনুসরণ করা উচিত স্টোকস-ওকসদের’

১ ঘন্টা আগে
ভারতের জার্সিতে মোহাম্মদ সিরাজ

নতুন চক্রের শুরুটা ভালো হলেও প্রত্যাশা মেটাতে পারেননি নাজমুল হোসেন শান্তরা। শ্রীলঙ্কার বিপক্ষে গলে ড্র করা বাংলাদেশ হারে কলম্বোতে। ২০২৫-২৭ চক্রে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে। শ্রীলঙ্কার সঙ্গে ইতোমধ্যে খেলায় সফর করতে হবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়াতে।


২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। আকাশ মনে করেন, সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সফরে গিয়ে বাজেভাবে হারবে বাংলাদেশ। যদিও ভারতের সাবেক ক্রিকেটারের বিশ্বাস, ইংল্যান্ডকে কঠিন সময় দেবেন লিটনরা।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে তারা আতিথেয়তা দেবে। ইংল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে কঠিন সময় দিতে পারে বাংলাদেশ। তারা হয়ত শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করতে ((১-০তে হেরেছে) পারে। কিন্তু অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকায় গিয়ে বাজেভাবে হারবে। তারা হয়ত কোয়ালিফিকেশনের কাছেও আসতে পারবে না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball