একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়া চার ক্রিকেটার

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
এখন পর্যন্ত চার ক্রিকেটার ওয়ানডেতে একই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ও পাঁচটি করে উইকেট নিয়েছেন। এরা হলেন ভিভ রিচার্ডস, পল কলিংউড, রোহান মোস্তফা ও অ্যামেলিয়া কর।
সবার আগে এমন কীর্তি গড়েন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার রিচার্ডস। ১৯৮৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ১১৯ রান ও বল হাতে ৪১ রান খরচায় পাঁচ উইকেট নেন রিচার্ডস।

এরপর ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েন ইংল্যান্ডের অলরাউন্ডার কলিংউড। ন্যাটওয়েস্ট সিরিজে ঘরের মাঠে ব্যাট হাতে ১১২* রান করেন কলিংউড। এরপর বল হাতে মাত্র ৩১ রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন তিনি।
এরপর এই রেকর্ড গড়েন আরব আমিরাতের অলরাউন্ডার মোস্তফা। ২০১৭ সালে পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাট হাতে ১০৯ রান করার পর বল হাতে পাঁচ উইকেট নেন তিনি।
এরপর ২০১৮ সালে এমন কীর্তিতে নাম লেখান নিউজিল্যান্ডের প্রমিলা অলরাউন্ডার অ্যামিলা। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি (২৩২* রান) করেন তিনি। এরপর ১৭ রান খরচায় তুলে নেন পাঁচ উইকেট।