শচীন-লারার শ্রেষ্ঠত্বের প্রশ্নে গিলেস্পির অভিমত

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শচীন টেন্ডুলকার এবং ব্রায়ান লারার মধ্যে সেরা কে? প্রশ্নটা ক্রিকেটে অমর হয়েই থাকবে। এর উত্তর প্রতিনিয়ত দিয়ে যেতে থাকবেন ক্রিকেট ভক্তরাও । শচীন বনাম লারার তর্কযুদ্ধে নিজের মত সঠিক প্রমাণের চেষ্টা করবেন তারা।
এবার অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি দিলেন অবিনশ্বর এই প্রশ্নটির উত্তর। শচিন ও লারা দুজনেই সেরা ব্যাটসম্যান। দুজনকেই আউট করতে হিমশিম খেতে হতো বিশ্বের নামিদামি বোলারদের। গিলেস্পিও এর ব্যতিক্রম নয়। দুইজনকেই ভিন্ন দিক থেকে সেরা বলছেন তিনি।

অজি এ পেসার বলেন, ‘দুইজন (লারা-শচিন) ভিন্ন ধরনের ব্যাটসম্যান। তাদের আউট করা খুবই কঠিন ছিল। তবে আমার সবসময় মনে হতো, শচিনকে আউট করা তুলনামূলক বেশি কঠিন। কারণ লারা হয়তো আপনার ওপর চড়াও হবে কিন্তু শচিন কখনও আক্রমণাত্মক খেলে না।’
লারা আক্রমণাত্মক খেলেন এবং শচিনের রক্ষণ মজবুত ছিলো বলে শচিনের চেয়ে লারাকে আউট করা সহজ মনে করেন ডানহাতি এ পেসার। তিনি বলেন, ‘আমার সবসময়ই মনে হতো যে লারাকে আউট করার বেশি সম্ভাবনা রয়েছে আমার কাছে। কারণ সে সবসময়ই মেরে খেলতে পছন্দ করে। অন্যদিকে শচিনের রক্ষণ ছিল মজবুত। যা ভেদ করা খুবই কঠিন মনে হতো আমার।’
৭১ টেস্ট ও ৯৭ ওয়ানডে মিলিয়ে ৪০১ উইকেট নেয়া গিলেস্পি শচীন-লারার বিরুদ্ধে বোলিং না করায় চিন্তামুক্তই আছেন। জেসন গিলেস্পি বলেন, 'দেখুন, তারা দুজন অন্যতম সেরা খেলোয়াড়। সত্যিই আমি এখন চিন্তামুক্ত যে তাদের বিপক্ষে আর বোলিং করতে হয় না। তারা অন্যদের চেয়ে অনেক এগিয়ে ছিল। সত্যি বলতে এটা আমার জন্যই গর্বের ছিল, তাদের বিপক্ষে খেলা।’