প্রস্তুতি ম্যাচে মুখোমুখি তামিম-মাহমুদউল্লাহরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
১৭ ঘন্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে আগামী ২০ মে নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের জন্য দুটি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই ম্যাচে বিসিবি লাল দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। আর সবুজ দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তামিমের দলের হয়ে খেলবেন, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, লিটন দাস ও মুস্তাফিজুর রহমানরা। আর মাহমুদউল্লাহর দলে আছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজরা।
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৩ মে। এরপর ২৫ ও ২৮ মে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে।
সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
বিসিবি লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বিসিবি সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।