promotional_ad

ভারতের রিজার্ভ বেঞ্চ নির্বাচনের মঞ্চ আইপিএল!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কয়েক দফায় পিছিয়ে অবশেষে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। এবারের আসরটিকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য রিজার্ভ খেলোয়াড় নির্বাচনের প্ল্যাটফর্ম হিসেবে গণ্য করছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।


ভারতের চলমান লকডাউনের কারণে লম্বা সময় ক্রিকেট থেকে দূরে রয়েছেন ক্রিকেটাররা। তাই আইপিএলকেই ক্রিকেটার নির্বাচনের প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন বিসিসিআই কর্তারা।


promotional_ad

সম্প্রতি স্থানীয় একটি সংবাদমাধ্যমের কাছে এমনটাই মন্তব্য করেন বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান সুনীল যোশী। নয় মাস আগে নিউজিল্যান্ড সফরের পর লাল বলে ভারতের ক্রিকেটারদের আর খেলতে দেখা যায়নি বলে আইপিএলকে তারা খেলোয়াড় নির্বাচনের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন।


যোশী বলেন, 'নিউজিল্যান্ড সিরিজের পর ভারতের লাল বলের ক্রিকেট না থাকলেও একাদশে ব্যাটসম্যান এবং বোলাররা কে হবেন সেটা আমরা কমবেশি জানি। আমাদের যা দেখতে হবে তা হ'ল রিজার্ভের খেলোয়াড়। অতিরিক্ত ব্যাটসম্যান, ফাস্ট বোলার, স্পিনারদের বিষয়টি চূড়ান্ত করতে হবে। এগুলো মূল্যায়ন করার জন্য আইপিএল কোনও দুর্দান্ত মঞ্চ নয়। তবে আমাদের ন্যুনতম একটি ধারণা হবে।'


'বাস্তবিকভাবে, আইপিএলের পারফরম্যান্স টেস্ট নির্বাচনের ক্ষেত্রে কোনও সহায়তা করবে না। তবে পরীক্ষার জন্য খুব বেশি জায়গা নেই। আইপিএল চলাকালীন আপনি যা করতে পারেন তা হল দেখুন সম্ভাব্য ব্যাক-আপগুলি কীভাবে করছে। উদাহরণস্বরূপ নবদীপ সায়নী বা কেএল রাহুল কীভাবে করছেন। তৃতীয় স্পিনার এবং দ্বিতীয় উইকেটকিপারের ক্ষেত্রেও একই অবস্থা।'


আগামী ১৯ সেপ্টেম্বর থেকে পর্দা উঠছে আইপিএলের চলতি বছরের আসরটির। ১৩তম এই আসরটি শেষ হবে ১০ নভেম্বর। এর পরপরই নিজেদের ঘরোয়া লিগ শুরু করবে ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball