promotional_ad

খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট

শেষ বিকেলে ১০১ রানের জুটি গড়েছেন নিক কেলি ও ম্যাট বয়েল, বিসিবি
সকালের শুরুতে হাফ সেঞ্চুরিয়ান জো কার্টারকে ফেরালেন সাইফ হাসান। আরেক হাফ সেঞ্চুরিয়ান কার্টিস হিফিকে নিজের শিকার বানালেন সৈয়দ খালেদ আহমেদ। একই ওভারে ডানহাতি পেসার ফিরিয়েছেন ডেল ফিলিপসকেও। খালেদর ওমন ছোবলের পরও দিনটা বাংলাদেশের হতে দেননি নিক কেলি। ৬ ছক্কায় ও ৫ চারে আরেকটি সেঞ্চুরির কাছে নিক কেলি। বৃষ্টির সঙ্গে কেলির দাপটে দিনটা নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশের চেয়ে ৮০ রানে পিছিয়ে থেকে চতুর্থ ও শেষ দিনের বিকেলে ব্যাটিংয়ে নামবেন কেলি এবং ম্যাট বয়েল।

promotional_ad

আগের দিনের ১ উইকেটে ১০৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে সকাল থেকেই সাবলীল ব্যাটিং করতে থাকেন কার্টার ও হিফি। একটু দ্রুততার সঙ্গে রান তোলা কার্টার হাফ সেঞ্চুরি করেছেন ৬৭ বলে। আরেক ব্যাটার অবশ্য ছিলেন খানিকটা ধীরগতির। পঞ্চাশ ছুঁতে তাকে খেলতে হয়েছে ১৩০ বল। দ্বিতীয় দিনের শেষ বিকেলে মারিয়ু আউট হওয়ার পর জুটি গড়েছিলেন কার্টার ও হিফি।


আরো পড়ুন

খালেদের ৬ উইকেট, সোহানের ১০৭

১৫ মে ২৫
খালেদ আহমেদ (বামে) ও নুরুল হাসান সোহান (ডানে)

পর দিনও সেটা দারুণভাবে এগিয়ে নিয়েছেন তারা দুজন। হিফি ও কার্টারের ১০৫ রানের জুটি ভাঙতে সাইফের হাতে বল তুলে দেন নুরুল হাসান সোহান। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে হাফ সেঞ্চুরিয়ান কার্টারকে ফিরিয়েছেন তিনি। ডানহাতি অফ স্পিনারের বলে ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ৭ চার ও এক ছক্কায় ৯৯ বলে ৬২ রানের ইনিংস খেলা অধিনায়ক কার্টার।


promotional_ad

পরবর্তীতে জুটি গড়ে তোলার চেষ্টা করেন হিফি ও কেলি। যদিও তাদের দুজনের জুটি বড় হতে দেননি খালেদ। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটে পেছনে সোহানকে ক্যাচ দিয়ে ফিরেছেন ২০৩ বলে ৭১ রান করা হিফি। একই ওভারে ফিরিয়েছেন ফিলিপসকেও। খালেদের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন তিনি। যদিও দিনটা নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ।


আরো পড়ুন

অমিত-সোহানদের ছাপিয়ে দিনটা নিউজিল্যান্ডের

২২ মে ২৫
ক্রিকফ্রেঞ্জি

দুপুরের পর কয়েক দফা বৃষ্টি বাঁধায় বন্ধ হয়েছে খেলা। তবে যতটুকু সময় খেলা হয়েছে প্রায় সবটুকুতে দাপট দেখিয়েছেন কেলি। দেখেশুনে খেলার পাশাপাশি প্রয়োজনের সময় বাউন্ডারি মেরেছেন নিয়মিতই। ছন্দে থাকা কেলি ১০৮ হাফ সেঞ্চুরি করে সিরিজের দ্বিতীয় সেঞ্চুরির পথে হাঁটছেন। বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ৪৪ রান করা বয়েলকে সঙ্গে নিয়ে গড়েছেন ১০১ রানের জুটি।


বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও ৪ উইকেটে ২৭৭ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। এখনো দুই দলের প্রথম ইনিংস শেষ না হওয়ায় ড্রয়ের পথে হাঁটছে দ্বিতীয় চার দিনের আনঅফিসিয়াল ম্যাচটি। এমনটা হলে প্রথম ম্যাচ জেতায় সিরিজ নিজেদের করে নেবে সফরকারী নিউজিল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball