আরসিবি শিবিরে রিচার্ডসনের বদলী জাম্পা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরর অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসন।
রিচার্ডসনের পরিবর্তে লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে দলে ভিড়িয়েছে ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ব্যাঙ্গালোর কর্তৃপক্ষ। তারা লিখেছে, 'আমরা অ্যাডাম জাম্পাকে আরসিবির রঙে স্বাগত জানাতে রোমাঞ্চিত। কেন রিচার্ডসের পরিবর্তে সে এসেছে।'

আরসিবির টিম ডিরেক্টর জাম্পা প্রসঙ্গে বলেন, 'সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের কথা চিন্তা করে অ্যাডাম জাম্পার মতো একজন কোয়ালিটি লেগ স্পিনারকে আনার কথা আমরা ভেবেছি। সে চাহালকে সমর্থন দিতে পারবে এবং একই সঙ্গে টুর্নামেন্ট চলাকালীন অতিরিক্ত স্পিনার হিসেবে কাজ করবে।'
কেন রিচার্ডসনের মতো অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটারকে না পাওয়াতে হতাশাও প্রকাশ করেন মেসন। তবে পাশাপাশি রিচার্ডসনের অনাগত সন্তানের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি।
হেসন বলেন, 'এবারের আইপিএলে কেনের মতো ক্রিকেটারকে না পাওয়ায় আমরা হতাশ কারণ সে সবসময় নিজের খেলা দিয়ে শীর্ষে থাকার চেষ্টা করে। কেন এবং নিকির সন্তান হবে আইপিএল চলাকালীন। এটি একটি রোমাঞ্চকর মুহূর্ত এবং আমরা কেনকে পুরোপুরি সমর্থন দিচ্ছি তাঁর প্রথম সন্তানের জন্য।'
এর আগে আইপিএলে রাইসিং পুনে সুপার জায়ান্টের হয়ে খেলেছিলেন অ্যাডাম জাম্পা। ২০১৭ সালে পুনের জার্সিতে ১১ ম্যাচে ৭.৫৪ ইকোনমি রেটে ১৯ উইকেট শিকার করেন তিনি। সেবার ১৯ রান খরচায় ৬ উইকেট নেয়ার কীর্তি গড়েন তিনি। যা আইপিএলে একজন স্পিনারের জন্য সেরা বোলিং ফিগার।