promotional_ad

বুমরাহ বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার: প্যাটিনসন

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের পেসার জাসপ্রিত বুমরাহকে টি-টোয়েন্টির সেরা বোলার মানছেন জেমস প্যাটিনসন। আইপিএলের এবারের আসরে অস্ট্রেলিয়ার এই পেসার লাসিথ মালিঙ্গার পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলবেন।


মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাম্পে বুমরাহ এবং ট্রেন্ট বোল্টের মতো পেসারকে সঙ্গী হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যাটিনসন। ইতোমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটের বোলিং নিয়ে আলোচনা করেছেন তারা।


promotional_ad

প্যাটিনসন বলেন, 'বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলের সাথে সংযুক্ত হতে পেরে ভালো লাগছে। বিশ্বের সেরা কয়েকজন বোলারের সঙ্গে কাজ করতে পেরেও দারুণ লাগছে। বুমরাহ অবশ্যই বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার।


বোল্টও সেখানে আছে। তাই আমার জন্যে সেখানে খেলতে পারাটা দারুণ অভিজ্ঞতা হবে। টি-টোয়েন্টি বোলিং নিয়ে আমরা ইতোমধ্যেই অনেক আলোচনা করেছি।'


আরব আমিরাতের মাটিতে এর আগেও বেশ কিছু ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়েছে প্যাটিনসনের। এবারের আইপিএল হচ্ছে সেখানেই। নিজের অভিজ্ঞতার সর্বোচ্চ ব্যবহার করতে মুখিয়ে আছেন ৩০ বছর বয়সী এই পেসার।


তিনি আরও বলেন, 'আরব আমিরাতে আমি আগেও কিছু ওয়ানডে খেলেছি। তাই এখানকার মাটিতে আমি কিছুটা অভিজ্ঞ। এখানকার উইকেট শুকনা। পুরো আসরে তিনটি উইকেট ব্যবহার করা হবে। সুতরাং আসর যতই এগিয়ে যায় উইকেট তত স্লো হতে থাকবে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball