বুমরাহ বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার: প্যাটিনসন

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের পেসার জাসপ্রিত বুমরাহকে টি-টোয়েন্টির সেরা বোলার মানছেন জেমস প্যাটিনসন। আইপিএলের এবারের আসরে অস্ট্রেলিয়ার এই পেসার লাসিথ মালিঙ্গার পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলবেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাম্পে বুমরাহ এবং ট্রেন্ট বোল্টের মতো পেসারকে সঙ্গী হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যাটিনসন। ইতোমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটের বোলিং নিয়ে আলোচনা করেছেন তারা।

প্যাটিনসন বলেন, 'বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলের সাথে সংযুক্ত হতে পেরে ভালো লাগছে। বিশ্বের সেরা কয়েকজন বোলারের সঙ্গে কাজ করতে পেরেও দারুণ লাগছে। বুমরাহ অবশ্যই বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার।
বোল্টও সেখানে আছে। তাই আমার জন্যে সেখানে খেলতে পারাটা দারুণ অভিজ্ঞতা হবে। টি-টোয়েন্টি বোলিং নিয়ে আমরা ইতোমধ্যেই অনেক আলোচনা করেছি।'
আরব আমিরাতের মাটিতে এর আগেও বেশ কিছু ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়েছে প্যাটিনসনের। এবারের আইপিএল হচ্ছে সেখানেই। নিজের অভিজ্ঞতার সর্বোচ্চ ব্যবহার করতে মুখিয়ে আছেন ৩০ বছর বয়সী এই পেসার।
তিনি আরও বলেন, 'আরব আমিরাতে আমি আগেও কিছু ওয়ানডে খেলেছি। তাই এখানকার মাটিতে আমি কিছুটা অভিজ্ঞ। এখানকার উইকেট শুকনা। পুরো আসরে তিনটি উইকেট ব্যবহার করা হবে। সুতরাং আসর যতই এগিয়ে যায় উইকেট তত স্লো হতে থাকবে।'