রায়নার অনুপস্থিতিই চেন্নাইয়ের দুর্বলতা?

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যক্তিগত কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন না সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংসের হয়ে এই পর্যন্ত সবগুলো আসরে খেলা রায়না এবার না থাকাটা চেন্নাইয়ের জন্য বড় ধরনের দুশ্চিন্তার বিষয় বলে মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোন্স।
চেন্নাইয়ের হয়ে প্রতি আসরেই রান করতেন রায়না। দলটির হয়ে সবচেয়ে বেশি রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

সম্প্রতি জোন্স বলেন, 'রায়নার অনুপস্থিতি এই মুহূর্তে বড় চিন্তার বিষয়। আইপিএলে সে সেরা পাঁচ রান সংগ্রাহকের একজন। সে একজন বাঁহাতি ব্যাটসম্যান এবং সে খুব ভালো স্পিন খেলে।
চেন্নাইয়ের বেশীরভাগ ব্যাটসম্যান ডানহাতি, এটা তাদের জন্য বড় ধরনের দুর্বলতা হতে পারে। তাদের বাঁহাতি ব্যাটসম্যান দরকার। নয়তো তারা আটকে যেতে পারে।'
রায়নার তিন নম্বর পজিশনে চেন্নাইতে কে ব্যাটিং করবে সেটা এখনও জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। যদিও রায়নার চাওয়া, চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই পজিশনে ব্যাটিং করুক।
কিছুদিন আগে মিডিয়ার কাছে রায়না বলেছিলেন, 'তিন নম্বরে ব্যাটিং করার মতো অভিজ্ঞতা তার (ধোনি) আছে। বিশাখাপত্তমে ২০০৫ সালের এপ্রিলে, পাকিস্তানের বিপক্ষে ধোনির ১৪৮ রানের ইনিংসটি কেউ ভুলবে না।
এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশন। তিন নম্বরে ব্যাটিং করতে নামলে ধোনি আরও স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে।'