লিভিংস্টোনকে নিয়ে বাজিমাৎ করেছে পাঞ্জাব: ইরফান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
৪৬ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে ১১.৫ কোটি রুপিতে লিয়াম লিভিংস্টোনকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন এই দামে লিভিংস্টোনকে দলে নিয়ে বাজিমাৎ করেছে পাঞ্জাব।
মূলত লেগস্পিন ও অফ স্পিন করতে পারা এই অলরাউন্ডার আইপিএলে চড়া মূল্যে বিক্রি হবেন এটা দুই মাস আগেই অনুমান করেছিলেন ইরফান। যদিও সাবেক এই অলরাউন্ডার মনে করেন ব্যাটিং নয় লেগ স্পিন ও অফ স্পিন করতে পারাই সবচেয়ে বড় সামর্থ্য লিভিংস্টোনের।

এ প্রসঙ্গে ইরফান বলেন, 'আমি মনে করি এটা তার প্রাপ্য। অনেক মানুষই এটার সঙ্গে একমত হবে না। কিন্তু আমি এটা দুই মাস আগেই ধারণা করেছিলাম তার স্কিলের কারনে। সে ব্যাটার, তার হাত দ্রুত চলে, রিস্ট পজিশন ভালো এবং একটা সময় আমার মনে হয় সে কয়েক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার প্লেয়ার ছিল। বিশেষ করে আপনি যখন টি-টোয়েন্টির কথা বলবেন।
‘ম্যাক্সওয়েল-লিভিংস্টোন কেবল ছুটি কাটাতে আইপিএলে আসে’
২১ এপ্রিল ২৫
ইরফান আরও বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আসলে লেগস্পিন করতে পারে যখন কোনো ডানহাতি ব্যাটার আসে এবং যখন বাঁহাতি ব্যাটার আসে সে অফ স্পিন করতে পারে। আপনি যদি চতুর হন এবং যদি তাকে ব্যবহার করতে পারেন তাহলে সে অনেক ভালো করতে পারবে। এজন্যই আমি বলবো তারা বাজিমাৎ করেছে।'
শুরু লিভিংস্টোনই নয় আইপিএলের দ্বিতীয়দিনের নিলামে ক্যারিবীয় অলরাউন্ডার ওডেন স্মিথকে ৬ কোটি রুপিতে কিনে চমক দেখিয়েছে পাঞ্জবা। সেই সঙ্গে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা, ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টোকে দলে নিয়ে নিজেদের ঘর গুছিয়েছে পাঞ্জাব।