‘১০ কোটির’ অশ্বিনকে ছেড়ে দিচ্ছে চেন্নাই

ছবি: ফাইল ছবি

আইপিএলের গত মৌসুমের আগে অশ্বিনকে ছেড়ে দেয় রাজস্থান। পরবর্তীতে মেগা নিলাম থেকে ৯ কোটি ৭৫ লাখ রুপিতে ৮ মৌসুম পর ডানহাতি অফ স্পিনারকে হলুদ জার্সিতে ফেরায় চেন্নাই। যদিও পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে প্রত্যাবর্তনের মৌসুমে পারফর্ম করতে পারেননি তিনি। ৯ ম্যাচে ৪০.৪২ গড় ও ৯.১২ ইকনোমি রেটে মাত্র ৭ উইকেট নিয়েছিলেন।
গিলক্রিস্টের চেয়ে ভালো ব্যাটসম্যান পান্ত, দাবি অশ্বিনের
৯ জুলাই ২৫
এ ছাড়া ব্যাটিংয়ে সবমিলিয়ে করেছেন ৩৩ রান। সাম্প্রতিক ঘটনার জেরে ধারণা করা হচ্ছে, নতুন মৌসুমে ওই বাজেটে ভালো কাউকে পেতেই অশ্বিনকে ছাড়তে যাচ্ছে চেন্নাই। আগামী নভেম্বরের মধ্যে আগামী মৌসুমের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। নতুন মৌসুমের পরিকল্পনা সাজাতে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে তারা।

সবশেষ কয়েক দিনে চেন্নাইয়ে কয়েক দফা বৈঠক করেছেন ফ্র্যাঞ্চাইজিটির শীর্ষ কর্তা, বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধারণা করা হচ্ছে, নতুন মৌসুমের পরিকল্পনা নিয়েই আলোচনা করেছেন তারা। তবে সেখান থেকে অশ্বিনকে কোনো ইঙ্গিত দেয়া হয়েছে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। ক্রিকবাজ জানাচ্ছে, চেন্নাই ছাড়ার বিষয়টি ইতোমধ্যে দলকে জানিয়ে দিয়েছেন অশ্বিন।
হলুদ জার্সিতেই থাকব, খেলব কিনা আলাদা ব্যাপার: ধোনি
৭ আগস্ট ২৫
দল ছাড়ার পাশাপাশি চেন্নাইয়ের অ্যাকাডেমির অপারেশন্সের ডিরেক্টর পদও ছেড়ে দিতে হতে পারে তাকে। অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেলে তখন স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। যদিও নিলাম থেকে দল পেলে চেন্নাইয়ের সেই চাকরি ছাড়তেও রাজি আছেন তিনি। এখন পর্যন্ত আইপিএলে ২২১ ম্যাচ খেলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। যেখানে ২৪ ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে।
সবমিলিয়ে ১৮৭ উইকেট নিয়েছেন তিনি। ২০০৯ সালে প্রথমবার চেন্নাইয়ের হয়ে খেলেন অশ্বিন। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিটি নিষিদ্ধ হলে ২০১৬ সালে যোগ দেন পুনে সুপারজায়ান্টসে। পরবর্তীতে পাঞ্জাব ও দিল্লির হয়ে দুইটি ও রাজস্থানের জার্সিতে খেলেছেন তিনটি মৌসুম। গুঞ্জন আছে অশ্বিনকে ছেড়ে সাঞ্জু স্যামসনকে দলে টানতে চায় চেন্নাই। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষের কাছেই মন্তব্য পাওয়া যায়নি।