প্রতিপক্ষ বড় খেলোয়াড় ভাবে, এটা জানেন মুশফিক

ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
১৬ ঘন্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সেরা পারফর্মার মুশফিকুর রহিম। তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৯ গড়ে ২৩৭ রান। এমন পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।
প্রথম ম্যাচে ৮৪ রানের পর দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের ইনিংস খেলে বাংলাদেশকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি। যদিও শেষ ম্যাচে হাল ধরতে পারেননি তিনি। ফিরেছেন মাত্র ২৮ রান করে। তবুও সিরিজের সর্বোচ্চ রানের মালিক তিনি।
মুশফিকের এমন পারফরম্যান্সে অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশের যেকোনো প্রতিপক্ষই এখন তাকে দ্রুত ফেরানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামে। ছন্দে থাকলে যেকোনো প্রতিপক্ষকেই তিনি দুমড়ে মুচড়ে ফেলতে পারেন এক নিমেষে।

এই চাপ বেশ ভালোই উপভোগ করেন মুশফিক। দলের অন্যতম সেরা পারফর্মার হওয়ার তাঁর ওপর ভক্তদের ও টিম ম্যানেজমেন্টের থাকে বাড়তি প্রত্যাশা। এগুলো নিয়ে ভেবে নিজেকে চাপে না ফেলে শান্ত থাকার চেষ্টা করেন মুশফিক।
লঙ্কানদের বিপক্ষে সিরিজ শেষে মুশফিক জানিয়েছেন, তিনি জানেন প্রতিপক্ষ তাকে বড় খেলোয়াড় ভাবে এটা তাকে খানিকটা এগিয়ে রাখে বলেও বিশ্বাস এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।
এ প্রসঙ্গে মুশফিক বলেছেন, 'আমি চাপটা সবসময়ই উপভোগ করি। যখনই চাপ বা প্রত্যাশার বিষয় চলে আসে, আমি শান্ত থাকার চেষ্টা করি। আমি জানি, প্রতিপক্ষ আমাকে বড় খেলোয়াড় হিসেবেই চিন্তা করে। এটা আমাকে খানিক এগিয়ে দেয়।'
দীর্ঘ ১৫ বছর ধরেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুশফিক। এতোদিন খেলার পর দেশের জন্য যত বেশি সম্ভব অবদান রাখার লক্ষ্য তাঁর। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতলেও তরুণ এই দলটিকে হালকা ভাবে নেননি মুশফিক।
তিনি বলেন, '১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে আপনাকে নিজের দেশের জন্য যত বেশি সম্ভব অবদান রাখতে হবে। আমি প্রতি ম্যাচে তার-ই চেষ্টা করি। শ্রীলঙ্কা প্রতিপক্ষ হিসেবে সহজ দল নয়। তারা কখনও হাল ছেড়ে দেয় না এবং সবসময় দারুণ কামব্যাক করে।'