promotional_ad

‘চ্যাম্পিয়ন হতে চাইলে টস নিয়ে কথা নয়’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বারবার শ্বশুরকে টানায় বিরক্ত শাদাব

১১ এপ্রিল ২৫
শাদাব খান ও সাকলাইন মুশতাক

আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর বিরাট কোহলির সাক্ষাৎকার নেয়া শেষে রোহিত শর্মা বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া বিশ্বকাপে নিশ্চয় টস পার্থক্য গড়ে দেবে না।‘ ভারতের অধিনায়কের এমন কথার পর অনুমেয়ভাবেই অনুমান করা যায় এশিয়া কাপে কত ভূমিকা পালন করেছে টস। শ্রীলঙ্কা-পাকিস্তানের ফাইনালের আগেও আলোচনায় টস। তবে টস নিয়ে কথা বলতে খুব একটা সাবলীল নয় সাকলাইন মুশতাক। পাকিস্তানের প্রধান কোচ মনে করেন, চ্যাম্পিয়ন হতে চাইলে টস নিয়ে কোন কথা বা ভাবনা নয়।


এবারের এশিয়া কাপে গ্রুপ পর্ব এবং সুপার ফোর মিলে মোট ১২টি ম্যাচ মাঠে গড়িয়েছে। যেখানে ১১ ম্যাচেই অধিনায়করা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। একমাত্র ম্যাচটিতে বাংলাদেশের অধিনায়ক টস জিতে ব্যাটিং করতে চেয়েছিলেন। সেই ম্যাচে আফগানিস্তানের কাছে হারে বাংলাদেশ। 


promotional_ad

এদিকে ১২ ম্যাচের ৯টিতে পরে ব্যাটিং করা দল জয় পেয়েছে। আগে ব্যাটিং করা তিনটি জয় পেয়েছে ভারত ও পাকিস্তান। একটি আফগানিস্তানের বিপক্ষে অন্য দুটি হংকংয়ের বিপক্ষে। শ্রীলঙ্কার জন্য টস যেন আরও বড় ভূমিকা পালন করছে। এশিয়া কাপের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করেছিল লঙ্কানরা। সেই ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছিল দাসুন শানাকার দল।


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২০ ঘন্টা আগে
নাহিদ রানা

পরের চারটি ম্যাচেই টস জিতেছেন লঙ্কান। টস জেতার সঙ্গে চারটি ম্যাচে জয়ও পেয়েছে তারা। এদিকে প্রথম দেখায় আগে ব্যাটিং করে ভারতকে হারাতে না পারলেও দ্বিতীয় দেখায় পরে ব্যাটিং করে রোহিতের দলকে হারায় বাবর আজমের দল। এমন সব পরিসংখ্যানে ফাইনালের আলোচনায় টস। 


লঙ্কানদের বিপক্ষে হারের পর টস নিয়ে কথা বলতে গিয়ে মুশতাক বলেন, ‘আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান তাহলে টস নিয়ে কথা বা ভাবা নয়। আপনাকে প্রথম ইনিংসে চ্যাম্পিয়ন হতে হবে, দ্বিতীয় ইনিংসেও তাই। আমরা কখনই টস নিয়ে কথা বলি না। আমরা সেভাবে ভাবিও না।’


১১ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে মাঠে নামছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮ টায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। প্রথম দেখায় সুপার ফোরে পাকিস্তানকে হারিয়েছে লঙ্কানরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball