সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন ফোর্ড

ঝড়ো হাফ সেঞ্চুরির পর ফোর্ডের উদযাপন
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ম্যাথু ফোর্ড। বুধবার ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনে তিনি কাঁধে চোট পেয়েছেন। এরপর দ্রুতই তার এক্স-রে করানো হয়। সেখানে তার কাঁধে গুরুতর চোট দেখা গেছে।

promotional_ad

এই চোটের কারণে তার কাঁধের হাড় সরে গেছে। এর ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি মিস করবেন এই ক্যারিবিয়ান পেসার। তার বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন অ্যাকাডেমির অলরাউন্ডার জোহান লেইন।


আরো পড়ুন

সালমানের ওপর বিশ্বাস আছে হেসনের

২১ ঘন্টা আগে
পাকিস্তানের জার্সিতে সালমান আলী আঘা

অবশ্য ফোর্ডকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। দলে আছেন জেইডেন সিলস, শামার জোসেফ, রোমারিও শেফার্ড ও জেডিয়াহ ব্লেডস। এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে আরেক পেসার আলজারি জোসেফকে।


পেস বোলার হিসেবে বিবেচনা করা হলেও ব্যাট হাতেও বেশ ভালো সাবলীল ফোর্ড। গত মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। পাকিস্তানের এই সিরিজটি প্রতিশোধের মিশন ক্যারিবিয়ানদের জন্য।


promotional_ad



আরো পড়ুন

৫ বছর নিষিদ্ধ নাসিম-মিসবাহদের এজেন্ট

২৩ ঘন্টা আগে
মিসবাহর সঙ্গে মোঘিস আহমেদ

লোডারহিলে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার ওয়ানডে সিরিজ খেলবে তারা ত্রিনিদাদে। ঘরের মাঠে টানা চারটি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড নিয়ে মাঠে নামছে তারা।


এর আগে তারা দু’বার ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এবং বাংলাদেশকে একবার ৩-০ ব্যবধানে হারিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডের পরফরম্যান্স বেশ গুরুত্বপূর্ণ। কারণ তারা সর্বশেষ দুই ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি।


২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য তাদের র‍্যাঙ্কিংয়ে প্রথম নয় নম্বরের মধ্যে থাকতে হবে। বর্তমানে তারা দশম স্থানে আছে। ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তানকে হারাতে পারলে সেই লক্ষ্যের পথে বড় ধাপ এগিয়ে যাবে ক্যারিবীয়রা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball