‘ভারত-পাকিস্তান ম্যাচের গ্যারেন্টি দিচ্ছি না, তবে ঝুঁকি নেই’

ভারত ও পাকিস্তান দলের ক্রিকেটাররা
২০২৫ সালের এপ্রিলে পেহালগাম হামলার পর আসন্ন এশিয়া কাপে প্রথমবারের মতো ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। দুই দলই রয়েছে একই গ্রুপে। দুটি দলই গ্রুপ পর্বে পেরুতে পারলে সুপার ফোর ও ফাইনালেও মুখোমুখি হতে পারে তারা।

promotional_ad

যদিও ম্যাচটি নিয়ে রয়েছে উদ্বেগ। কদিন আগেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস এর গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়ান ভারতের সাবেক ক্রিকেটাররা। এরপর তারা সেমি ফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করে।


আরো পড়ুন

প্রতিদ্বন্দ্বী নয়, যে যোগ্য সেই খেলবে: সোহান

৬ আগস্ট ২৫
সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান, ক্রিকফ্রেঞ্জি

এর ফলে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী সুবহান আহমেদ পরিষ্কার করেছেন যে এশিয়া কাপে এই দুই দলের ম্যাচ নিয়ে কোনো ঝুঁকি নেই। তবে এর গ্যারেন্টি দিতে পারছেন না তিনি।


promotional_ad

পাকিস্তান অবজারভারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি আনুষ্ঠানিক গ্যারান্টি দিতে পারি না, তবে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ না হওয়ার কোনো ঝুঁকি নেই। এশিয়া কাপকে অনানুষ্ঠানিক টুর্নামেন্টগুলোর সঙ্গে তুলনা করা যায় না, যেমন ওয়ার্লড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস, যেখানে ভারত গ্রুপ পর্ব এবং সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল।'


আরো পড়ুন

‘গম্ভীর সংযত হতে পারতেন’, ওভাল বিতর্কে মন্তব্য হেইডেনের

২ ঘন্টা আগে
গৌতম গম্ভীরের সঙ্গে বিতর্কে লি ফোর্টিস, ফাইল ফটো

পেহালগাম হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্কে নতুন করে চিড় ধরেছে। জবাবে ভারত পালটা ‘অপারেশন সিন্দুর’ শুরু করে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে দুই দেশই যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে। তবে এরপর থেকেই বহু ভারতীয় ভক্ত পাকিস্তান বয়কটের দাবি জানাচ্ছেন।


এশিয়া কাপ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দুবাইয়ে, যেখানে ভারত ছয় উইকেটে পাকিস্তানকে হারায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball