গতবারের ব্যর্থতা এই অ্যাশেজে ঢাকতে চান বোল্যান্ড

উইকেট পাওয়ার পর উল্লাস করছেন স্কট বোল্যান্ড, ফাইল ফটো
শেষ অ্যাশেজ সফরটা ভুলে যাওয়ার মতো ছিল স্কট বোল্যান্ডের। ২০২৩ সালের ইংল্যান্ড সফরে নিজেকে মেলে ধরতে পারেননি অস্ট্রেলিয়ার এই পেসার। তবে এবারের লড়াই ঘরের মাঠে। চেনা কন্ডিশনে বাজবলের বিপক্ষে লড়াইয়ে পুরোপুরি তৈরি ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

promotional_ad

গত অ্যাশেজে মাত্র দুটি টেস্টে সুযোগ পেয়েছিলেন বোল্যান্ড। এজবাস্টন ও হেডিংলিতে ইংলিশ ব্যাটারদের আগ্রাসনের সামনে অসহায় ছিলেন তিনি। ১১৫.৫০ গড়ে মাত্র দুই উইকেট পেয়েছিলেন তিনি। যা ক্যারিয়ারে তার জন্যে অত্যন্ত হতাশাজনক পারফরম্যান্স!


আরো পড়ুন

বোল্যান্ডের শতবছরের রেকর্ডের দিনে বিপর্যয়ে অস্ট্রেলিয়া

১৪ জুলাই ২৫
উইকেট নেয়ার পর বোল্যান্ডের উদযাপন

তবে পরিসংখ্যান বলছে, এমন দিন বোল্যান্ডের খুব কমই আসে। এখন পর্যন্ত ১৪ টেস্টে ৬২ উইকেট তার। ১৬.৫৩ গড় নিয়ে টেস্ট ইতিহাসে অন্তত ৫০ উইকেট পাওয়া বোলারদের মধ্যে ষষ্ঠ সেরা তিনি। এমনকি গত ১১০ বছরে এমন বোলিং গড়ে এত বেশি উইকেট আর কেউই নিতে পারেননি।


promotional_ad

গতবারের সেই পারফরম্যান্স টেনে এনে বোল্যান্ড বলেন, '২০২৩ সালে ওই পারফরম্যান্সের পর থেকে আমি এটা নিয়ে অনেক ভেবেছি। তবে আমার এখনও মনে হয়, ইংল্যান্ডে এমন কিছু সময় ছিল যখন আমি ভালো বোলিং করেছি, কিন্তু উইকেট পাইনি। এখন আমি আগের চেয়ে অনেক ভালো বোলার। নিজেদের কন্ডিশনে খেলব, যেটা সম্পর্কে আমি খুব ভালো করেই জানি।'


আরো পড়ুন

মহারাজের স্পিনে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে জয়ে শুরু সাউথ আফ্রিকার

৬ ঘন্টা আগে
৫ উইকেট নিয়ে সাউথ আফ্রিকার জয়ের নায়ক  কেশভ মহারাজ

অস্ট্রেলিয়ার একাদশে নিয়মিত সুযোগ পান না বোল্যান্ড। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কের যে কারও অনুপস্থিতিতেই কেবল তাকে দেখা যায়। তবে সেই অল্প সুযোগেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ডানহাতি এই পেসার।


ঘরের মাঠের ভালো অভিজ্ঞতাও আছে তার। ২০২১-২২ মৌসুমের অ্যাশেজ দিয়েই টেস্ট অভিষেক হয় বোল্যান্ডের। সিরিজে মাত্র ৯.৫৫ গড়ে শিকার করেন ১৮ উইকেট। সেই আত্মবিশ্বাসেই এবারও ইংলিশদের বিপক্ষে সেরাটা দিতে মরিয়া তিনি।


'তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। তবে গত কয়েক বছরের মতো যদি উইকেট থাকে, আমার মনে হয় ম্যাচের লাগাম সবসময় আমাদের হাতেই থাকবে। গতবার ইংল্যান্ড সফরে বলে খুব কমই মুভমেন্ট পাওয়া গেছে এবং বোলাররা কমই সহায়তা পেয়েছে। সেখানে সাধারণত উইকেটগুলো ব্যাটিং সহায়ক থাকে। অস্ট্রেলিয়ার কথা বললে, গত তিন কিংবা চার বছর ধরে এখানে উইকেট বোলারদের সহায়তা করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball