এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলার অনুমতি পেল ভারত

ফাইল ছবি
সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। তবে সাম্প্রতিক ঘটনার জেরে একে অপরের মুখোমুখি হবে কিনা সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে। এমনকি ভারতের সমর্থকরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবিও তুলেছেন। যদিও এমন কিছুর সম্ভাবনা আপাতত নেই। ক্রীড়া মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বহুদলীয় টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধা নেই ভারতের। তবে কোনো খেলাধুলাতেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে না তারা।

promotional_ad

ভারত ও পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন চলছে লম্বা সময় ধরেই। ক’মাস আগে পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও অবনতি হয়েছে। এমনকি দুই দেশ যুদ্ধেও জড়িয়ে যায়। তবে কয়েক দিনের মাঝেই যুদ্ধবিরতি দিতে সম্মত হয় তারা। যুদ্ধবিরতি দিলেও দুই দেশের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। বরং দুই দেশের মানুষের মাঝেই ক্ষোভ বিরাজমান।


আরো পড়ুন

লিপুর চোখে সাইফ একের ভেতর চার

২ ঘন্টা আগে
প্রধান নির্বাচক লিপু এবং সাইফ হাসান

সেটার জেরেই কদিন আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেন ইরফান পাঠান, হরভজন সিং, সুরেশ রায়নারা। সেই ঘটনার পর এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ হওয়া নিয়ে আরও বেশি সংশয় তৈরি হয়। যদিও সেই সংশয় দূর করে দিয়েছে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়। একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে বাধা নেই ভারতের।


এ প্রসঙ্গে সূত্রটি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমরা ভারতীয় ক্রিকেট দলকে এশিয়া কাপে (পাকিস্তানের বিপক্ষে) খেলা থেকে বিরত রাখব না, কারণ এটা বহুদলীয় আসর। কিন্তু দ্বিপাক্ষিক প্রতিযোগিতার জন্য পাকিস্তানকে ভারতের মাটিতে প্রবেশের অনুমতি দেয়া হবে না। তবে তাদের বহুদলীয় ইভেন্ট থেকে বিরত রাখব না, কারণ আমরা অলিম্পিক সনদ মেনে চলব।’


promotional_ad



আরো পড়ুন

দ্রাবিড়ের খেলা সেরা দুই কঠিন বোলার ম্যাকগ্রা ও মুরালিধরন

৬ ঘন্টা আগে
ফাইল ছবি

এমন সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। সবশেষ কয়েক বছরে আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টের খেললেও নিজেদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত ও পাকিস্তান। ২০১৩ সালের পর থেকেই একে অপরের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা করা হয়েছে বেশ কয়েকবার।


এমনকি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে নিরপেক্ষ ভেন্যুতেও দ্বিপাক্ষিক ও ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা আলোচনা হয়েছে। যদিও এসব কিছুই ফলপ্রসূ হয়নি। পেহেলগামের ঘটনার পর সেটা যে আর এগোচ্ছে না তা নিশ্চিতই ছিল। ক্রীড়া মন্ত্রণালয় আনুষ্ঠানিক ঘোষণা দেয়ায় ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে গেল।


শুধু ক্রিকেট নয় কোনো বহুদলীয় টুর্নামেন্ট ছাড়া ভারতে খেলার অনুমতি পাবে না পাকিস্তান। এমনকি পাকিস্তানেও যাবে না ভারত। এ প্রসঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, ‘পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ত খেলাধুলার ইভেন্টের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি দেশটির সঙ্গে ভারতের সামগ্রিক নীতিরই প্রতিফলন। যেখানে একে অপরের দেশে দ্বিপক্ষীয় ক্রীড়া প্রতিযোগিতার বিষয় রয়েছে, সেখানে ভারতীয় দলগুলো পাকিস্তানে প্রতিযোগিতায় অংশ নেবে না। একইভাবে পাকিস্তানি দলগুলোকেও ভারতে খেলার অনুমতি দেয়া হবে না।’


বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ও বহুজাতিক আসরের ক্ষেত্রে, তা ভারতে হোক বা বিদেশে, আমরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর প্রচলিত প্রথা এবং আমাদের নিজেদের ক্রীড়াবিদদের স্বার্থেই পরিচালিত হই। একই সঙ্গে এটি প্রাসঙ্গিক যে ভারত আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনের একটি বিশ্বাসযোগ্য ভেন্যু হিসেবে পরিচিত। সে অনুসারে পাকিস্তানি দল বা খেলোয়াড়ের অংশ নেওয়া আন্তর্জাতিক আসরে ভারতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে খেলোয়াড়রাও অংশ নেবেন। একইভাবে, ভারতে আয়োজিত বহুজাতিক ক্রীড়া আসরে পাকিস্তানি খেলোয়াড় ও দলগুলো অংশ নিতে পারবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball