এশিয়া কাপের সময়সূচীতে পরিবর্তন

ছবি: শেষবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত, ফাইল ফটো

কেবল ১৫ সেপ্টেম্বরের ম্যাচটির সময় পরিবর্তিত হয়নি। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সেদিনের ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪ টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়।
এশিয়া কাপ নয়, সিমন্সের ভাবনায় শুধুই নেদারল্যান্ডস সিরিজ
২৯ আগস্ট ২৫
টুর্নামেন্টটি ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং এতে মোট ১৯টি ম্যাচ খেলা হবে। এর মধ্যে ১১টি ম্যাচ হবে দুবাইয়ে এবং আটটি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচটি আবুধাবিতে অনুষ্ঠিত হবে, আর ফাইনাল হবে দুবাইতে।

এবারের এশিয়া কাপে ৮টি দেশ অংশ নেবে, যা গত আসরের তুলনায় ২টি বেশি। গ্রুপ 'এ' তে খেলবে ভারত (বর্তমান চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। গ্রুপ 'বি' তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রেসিডেন্ট মোহসিন নাকভি এক বিবৃতিতে বলেন, 'সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করার জন্য দুবাই ও আবুধাবি যথেষ্ট প্রস্তুত এবং তারা খেলোয়াড়, দর্শক ও সম্প্রচারকদের জন্য একটি সাশ্রয়ী ও বিশ্বমানের অভিজ্ঞতা প্রদান করবে।'