এশিয়া কাপ নয়, সিমন্সের ভাবনায় শুধুই নেদারল্যান্ডস সিরিজ

ক্রিকফ্রেঞ্জি
তিন সপ্তাহের ক্যাম্পের পর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতি ঘাটতি না রাখতেই হুট করে ডাচদের ডেকে আনে বিসিবি। এশিয়া কাপের প্রস্তুতির জন্য সিরিজটি আয়োজন করা হলেও আপাতত সেপ্টেম্বরে হতে যাওয়া টুর্নামেন্ট নিয়ে খুব বেশি ভাবছে না বাংলাদেশ। ফিল সিমন্স জানালেন, তাদের ভাবনায় এখন কেবলই নেদারল্যান্ডস সিরিজ।

promotional_ad

তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগষ্টে বাংলাদেশ সফরে আসার কথাা ছিল ভারতের। তবে সরকারের সবুজ সংকেত না পাওয়া বাংলাদেশে আসেনি তারা। শুভমান গিল-জসপ্রিত বুমরাহরা না আসায় লম্বা একটা বিরতি পায় বাংলাদেশ। সেটা কাজে লাগাতেই ফিটনেস ও স্কিল ক্যাম্প করার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। তবে এশিয়া কাপের মতো টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে শুধু ক্যাম্প যথেষ্ট হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল সবসময়।


আরো পড়ুন

শামীমকে নিয়ে ধোঁয়াশা

২ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

ক্রিকেটারদেরও চাওয়া ছিল, সুযোগ হলে একটা সিরিজ খেলে তারপর এশিয়া কাপের জন্য সংযুক্ত আরবে যাবেন। লিটন দাস-তানজিদ হাসান তামিমদের চাওয়াকে প্রাধান্য দিয়ে বেশ কয়েকটি দলের সঙ্গে আলাপের পর নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ চূড়ান্ত করে বাংলাদেশ। ৩০ আগষ্ট থেকে সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচও হবে সিলেটে, ১ ও ৩ সেপ্টেম্বর।


স্বাভাবিকভাবেই ডাচদের বিপক্ষে এশিয়া কাপের পুরো প্রস্তুতি নিতে চাইবে বাংলাদেশ। একদিন আগে লিটন জানিয়েছেন, সুযোগ থাকলে পরীক্ষা-নিরীক্ষাও করবেন তারা। সিমন্স অবশ্য এখনই এশিয়া কাপ নিয়ে ভাবতে চান না। তিনি বরং এশিয়া কাপকে পেছনে রেখে নেদারল্যান্ডস সিরিজে নিজেদের মনোযোগ রাখতে চান। ডাচদের বিপক্ষে সিরিজকে অবশ্য ফাইনালের আগে ড্রেস রিহার্সেল হিসেবেও দেখছেন তিনি।


promotional_ad



আরো পড়ুন

নেদারল্যান্ডসের ক্রিকেটারদের বিপিএলে দেখতে চান কুক

৩৮ মিনিট আগে
ডাচ ক্রিকেটারদের সঙ্গে কোচ রায়ান কুক, ক্রিকফ্রেঞ্জি

এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘ফাইনালে যেতে হলে সেটার আগে আপনাকে প্রাথমিক ধাপগুলো পার করতে হবে। আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না, এশিয়া কাপ আসবে এই সিরিজের পরে। এখন আন্তর্জাতিক একটি দলের বিপক্ষে আন্তর্জাতিক একটি সিরিজ খেলছি আমরা। এখন এই সিরিজ নিয়েই ভাবছি।’


এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হংকং, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে উঠতে পারলে খেলতে হতে পারে ভারত ও পাকিস্তানের বিপক্ষেও। তাদের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে যাওয়ার আগে নেদারল্যান্ডস সিরিজ আদর্শ প্রস্তুতি হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকছেই। সিমন্স অবশ্য এসব পরোয়া না করে আন্তর্জাতিক ম্যাচ খেলাকেই আদর্শ হিসেবে দেখছেন।


পাশাপাশি প্রতিপক্ষের দিকে না তাকিয়ে বাংলাদেশ কেমন ক্রিকেট খেলছে প্রধান কোচের কাছে সেটাই প্রাধান্য পাচ্ছে। সিমন্স বলেন, ‘আমি জানি না আপনি আদর্শ পরিস্থিতি বলতে কী বুঝাচ্ছেন। আমার কাছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা মানেই আদর্শ পরিস্থিতি। কারণ প্রতি ক্ষেত্রেই আপনাকে স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে। সিরিজ জিততে হলে আমাদের ভালো খেলতে হবে।’


‘সিরিজ জেতার জন্য শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেললেও আমাদের একটা ভালো স্ট্যান্ডার্ডে খেলতে হবে। ফলে আমাদের জন্য ব্যাপারটা হচ্ছে, শ্রীলঙ্কায় যা করেছি তা চালিয়ে যাওয়া এবং আরও উন্নতি করা। কাদের সাথে খেলছি তা ব্যাপার নয়, আমরা কীভাবে খেলছি এবং উন্নতি করছি সেটাই আমার কাছে জরুরি ব্যাপার।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball