কোয়াবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১০, ভোট হবে কেবল সভাপতি পদে

গণমাধ্যমে কথা বলছেন মিনহাজুল আবেদীন নান্নু, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ক একটি সংগঠন। গত বছরের আগস্টের পর থেকেই ক্রিকেটারদের এই সংগঠনটির কার্যক্রম একরকম বন্ধ হয়ে আছে। এবারের নির্বাচনের মাধ্যমে সংগঠনটিকে পুনরায় জাগিয়ে তোলা হচ্ছে।

promotional_ad

নতুনভাবে ঢেলে সাজাতে পূর্বের কমিটি স্থগিত রেখে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিক প্রক্রিয়ায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াবের নির্বাচন। যেখানে সভাপতির পদে লড়বেন দুজন। তারা হলেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।


আরো পড়ুন

কোয়াবের সভায় নারী ক্রিকেটার না রাখায় রুমানা-জ্যোতির ক্ষোভ

৮ আগস্ট ২৫
ফাইল ছবি

এবারের কোয়াব নির্বাচনে সাধারণ সম্পাদক বলে কোনও পদ আর থাকছে না। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সভাপতি এবং কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন হবে। সদস্য হবেন ৯ জন। এমনটা জানিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু।


নান্নু বলেন, 'এখন পর্যন্ত প্রায় ১২ জন মনোনয়নপত্র তুলেছেন। এর মধ্যে দুজন সভাপতি পদে এবং বাকি নয় জন সহ-সভাপতি ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান পরিস্থিতিতে প্রায় ১০ জন ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। কেবল সভাপতি পদেই নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সেলিম শাহেদ ও মিঠুন আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।'


শুরুতে নারী ক্রিকেটারদের সঙ্গে আলোচনা না করেই কোয়াবের বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়। যার কারণে সমালোচনা করেন দেশের সাবেক এবং বর্তমান নারী ক্রিকেটাররা।


promotional_ad



আরো পড়ুন

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু এনসিএল টি-টোয়েন্টি, খেলা ৩ ভেন্যুতে

২৭ জুলাই ২৫
বিসিবি

পরবর্তীতে কার্যনির্বাহী সদস্য পদে একটি পদ সংরক্ষিত নারী ক্রিকেটারদের জন্য রাখা হয়। নারী ক্রিকেটারদেরও সুনিপুণভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নান্নু।


তিনি আরো বলেন, 'নারীরা যারা বর্তমানে জাতীয় দলে খেলছেন, তারা সবাই সদস্য হয়েছেন এবং তাদের নাম ইতিমধ্যেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এই কাজ সম্পন্ন করা হয়েছে এবং এখানে কেউ বাদ পড়েনি। যেমনভাবে সাবেক জাতীয় দলের ক্রিকেটাররা, বর্তমান সক্রিয় প্রথম শ্রেণির ক্রিকেটাররা এবং সক্রিয় নারী ক্রিকেটাররা যারা জাতীয় দলে আছেন সকলেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।'


আগামী ৪ সেপ্টেম্বর কোয়াবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।


নান্নু বলেন, 'আমরা আশা করছি ৪ তারিখের নির্বাচনে সবাই অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে ভোটার তালিকা প্রস্তুত হয়েছে, যেখানে ২১২ জন নিবন্ধন করেছেন। আশা করছি, এই ২১২ জন ভোটারই উপস্থিত হয়ে ভোট প্রদান করবেন।'


বর্তমানে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে অবস্থান করছেন। তবে অ্যাডহক কমিটির এক সদস্য জানান, সিরিজ শেষে ঢাকা ফিরে ক্রিকেটাররা ভোট দেবেন। যারা দেশের বাইরে রয়েছেন, যেমন ইংল্যান্ড সফরে থাকা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা, তারা অনলাইনে ভোট দিতে পারবেন।


তবে ভোট দিতে পারবেন না মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। নির্বাচনের জন্য সদস্যপদ নবায়নের যে নির্ধারিত সময় ছিল, তা তারা সম্পন্ন করেননি। এ কারণে নিয়ম অনুযায়ী তাদের ভোট দেওয়ার সুযোগ থাকছে না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball