‘ভালো না খেললে সমালোচনা হবেই, নেদারল্যান্ডস শেষ দুই বিশ্বকাপে খেলেছে’

সংবাদ সম্মেলনে ফিল সিমন্স, ক্রিকফ্রেঞ্জি
শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। এই সিরিজের আগে সতর্ক বাংলাদেশ। নিশ্চিতভাবেই নেদারল্যান্ডসের মতো ছোটো দলের বিপক্ষে হারলে অনেক সমালোচনার মুখে পড়তে হবে বাংলাদেশকে।

promotional_ad

বিশেষ করে এশিয়া কাপের প্রস্তুতির জন্য এই সিরিজটি আয়োজন করা হচ্ছে। ফলে ডাচদের বিপক্ষে হারলে এশিয়া কাপের প্রস্তুতি নিয়েও বড় প্রশ্ন উঠবে। তবে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স মনে করেন হারলে সমালোচনা সহ্য করতেই হবে।


আরো পড়ুন

নেদারল্যান্ডসের ক্রিকেটারদের বিপিএলে দেখতে চান কুক

৩৯ মিনিট আগে
ডাচ ক্রিকেটারদের সঙ্গে কোচ রায়ান কুক, ক্রিকফ্রেঞ্জি

যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো খেললে জিততে আশাবাদী বাংলাদেশ কোচ। আর নেদারল্যান্ডসকেও সমীহের চোখে দেখছেন সিমন্স। তিনি মনে করেন অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে হারলেও সমালোচনা হয়।


promotional_ad

ম্যাচের আগে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, 'অস্ট্রেলিয়ার কাছে হারলেও তো ক্রিটিসিজম হবে। টেবিলের নিচের কোনো দলের কাছে হারলে, এর মানে এই না তারা খারাপ দল। নির্দিষ্ট দিনে ভালো না খেললে আমরা ক্রিটিসিজম পাওয়াটা ডিজার্ভ করি। যদি আমরা ভালো খেললেও তারা আমাদের হারিয়ে দেয় তখন (তারা প্রশংসা পাওয়াটা) ডিজার্ভ করে। কার কাছে হারছি তা নিয়ে আমরা ভাবছি না। খেয়াল রাখতে হবে যেন আমরা ভালোভাবে খেলতে পারি, যদি পারি তাহলে আমার মনে হয় আমরা জিতব।'


আরো পড়ুন

জিততে পারব না মনে করলে বাংলাদেশে আসতাম না: রায়ান কুক

১ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

নেদারল্যান্ডসকে ছোটো দল বলে হালকা করে দেখার সুযোগ নেই মনে করেন সিমন্স। তারাও আন্তর্জাতিক ক্রিকেটে খেলে। সিমন্স মনে করিয়ে দিয়েছেন নেদারল্যান্ডস সর্বশেষ দুটি বিশ্বকাপেই খেলেছে। তাই তাদেরকে পিছিয়ে রাখার সুযোগ নেই।


সিমন্সের ভাষ্য, '৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলছি আমরা। ন্যাশনাল নয়, তারা ইন্টারন্যাশনল দল। তারা (নেদারল্যান্ডস) আগের দুই বিশ্বকাপ খেলেছে। ভালো খেলেছে। বর্তমান বিশ্বে সবাই ভালো দল। ক্রিকেটে এভাবে কাউকে আন্ডাররেইট করতে পারবেন না। সবাই ভালো ক্রিকেট খেলছে। আমাদেরও ভালো ক্রিকেট খেলা চালিয়ে যেতে হবে (যদি তাদের হারাতে চাই)।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball