আইসিসির বর্ষসেরা মুহূর্তে সাকিব-মুশফিক

promotional_ad

২০১৭ সালের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টেই অসাধারণ এক কীর্তি গড়েন সাকিব-মুশফিক। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়ে জায়গা করে নেন ২০১৭ সালের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট ক্রিকেটের সেরা মুহূর্তে।    


বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব-মুশফিকের এই কীর্তি ২০১৭ সালের টেস্ট ক্রিকেটের সেরা মুহূর্ত হিসেবে প্রকাশ করেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ওয়েলিংটনের সেই টেস্টে ১৬০ রানে চার উইকেট হারিয়ে ফেলে টাইগাররা।


এরপর শুরু সাকিব-মুশফিকের অসাধারণ সেই জুটি। দুইজন মিলে গড়েন টেস্ট ক্রিকেটে বাংলাদেশর সর্বোচ্চ ৩৫৯ রানের জুটি। এর আগে টাইগারদের সর্বোচ্চ জুটি ছিল ৩১২ রানের। খুলনাতে এই পাকিস্তানের বিপক্ষে এই জুটি গড়েন তামিম-ইমরুল।                     


promotional_ad

কিন্তু নিউজিল্যান্ডের মাঠে সাকিব-মুশফিকের ব্যাটে নতুন ইতিহাস গড়ে টাইগাররা। এই কীর্তি গড়তে টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ২১৭ রানের ইনিংসটি খেলেন সাকিব। অন্যপ্রান্তে, মুশফিক খেলেন ১৫৯ রানের ইনিংস।


এই দুই ব্যাটসম্যানের অনবদ্য ইনিংসেই ওয়েলিংটনে প্রথম ইনিংসে ৫৯৫ রানের বড় সংগ্রহ গড়ে টাইগাররা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। 


কিন্তু ম্যাচ হারলেও কি সাকিব-মুশফিকের এই কীর্তি ভুলে থাকা যায়! আর দেশের দুই ব্যাটসম্যানের এই কীর্তিকে ২০১৭ সালের সেরা টেস্ট মুহূর্ত হিসেবে তুলে ধরে আইসিসি নতুন করে মনে করিয়ে দেয় সেই দিনের কথা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball