promotional_ad

সতীর্থদের চাপ মুক্ত থাকতে বললেন মালিক

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দিন যত গড়াচ্ছে এশিয়া কাপের রোমাঞ্চ ততই ঘনিয়ে আসছে। আর সেখানে যদি থাকে ভারত ,পাকিস্তান ম্যাচ তবে তো কোন কথাই নেই। থাকে চাপ, থাকে উত্তেজনা।


তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সোজাসাপটা কথা কোন চাপ নেওয়া যাবেনা। খেলতে হবে স্বাধীন ভাবে, তবেই মিলবে সাফল্য।


১৫ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়ার এই  শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পাকিস্তান মাঠে নামবে ১৬ই সেপ্টেম্বর। নিজেদের প্রথম ম্যাচে বাছাইপর্ব পার হয়ে আসা হংকংয়ের বিপক্ষে লড়বে সারফরাজ আহম্মেদের দল।


promotional_ad

তবে প্রুপের আসল লড়াইটা ১৯ তারিখ ভারতের বিপক্ষে। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সাথে পাক- ভারত মহারন নিয়েই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের সিনিয়র ক্রিকেটার শোয়েব মালিক। তার মতে -


'এই ম্যাচে কোন ক্রিকেটারকে বাড়তি চাপ না নিয়ে নিজের সাধারণ খেলাটা চালিয়ে যেতে হবে। কোন সন্দেহ নেই যে, পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচগুলো সবসময়ই রোমাঞ্চকর এবং স্নায়ুযুদ্ধের কারণে সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ দেখে থাকে। তবে এই ধরনের পরিস্থিতিতে যনি কোন খেলোয়াড় চাপ নিয়ে নেয় সে তার সেরাটা দিতে পারবেনা।   '


মালিক তার  সতীর্থদের উদ্দেশ্যে বলেন ম্যাচটাকে সহজ এবং অন্য একটা ম্যচের মত করে দেখতে। তবে তিনি ভারত পাকিস্তানের ম্যাচে যতই চাপ মুক্ত থাকতে চান না কেন সাধারণ ভাবেই যে এই ম্যাচে একটা চাপ চলে আসে তা স্পষ্ট তাঁর কথাতেই।


তাঁর মতে নিয়মিত ভারত পাকিস্তান নিজেদের মধ্যে খেললে এমন ম্যাচে উচ্চ গুরুত্ব বহন করতো না। ওয়ানডেতে পাকিস্তানের জার্সিতে ৭০০০ রানের মালিক এই ডানহাতি ব্যাটসম্যান আরও জানান,


'এটা খুব দুঃখজনক বিষয় যে ভারত - পাকিস্তান ম্যাচগুলি দীর্ঘ একটা সময় পর অনুষ্ঠিত হয়। যা এই ধরনের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ করে তোলে এবং ম্যাচ বিজয়ী দলের সেরা খেলোয়াড়  হিরোর অবস্থা লাভ করেন।'   


মালিক দুই দেশের ক্রিকেটকে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে দেখতে চান । তাঁর জন্য দুই দলকে আরো বেশি বেশি মোকাবেলা করতে হবে বলেও তিনি মনে করেন।  


'পাকিস্তান ও ভারতকে আরও বেশি ম্য???চ খেলতে হবে। দুই প্রতিবেশীর মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হলে কেবল ক্রিকেটীয় সম্পর্কই উন্নতি হবে না, বরং উভয় দেশের মানুষকে আরও কাছাকাছি আনতে সহায়তা করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball