promotional_ad

মাশরাফির বিকল্প সাইফুদ্দিন?

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিকল্প খুঁজছেন টাইগার প্রধান কোচ স্টিভ রোডস। অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকেই মাশরাফির বদলি হিসেবে পছন্দ ইংলিশম্যান রোডসের।


সে কারণেই দলের বাইরে থাকা এই অলরাউন্ডারকে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে সুযোগ দিতে চাচ্ছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, সাইফুদ্দিনের মানসিকতা এবং শরীরী ভাষা নজর কেড়েছে তাঁর।


promotional_ad

'মাশরাফি ইনজুরিতে আছে। সে সম্প্রতি একটি ইনজুরির কবলে পড়েছে। এক্ষেত্রে আমাদের তাঁর বদলী হিসেবে একজনকে প্রস্তুত করার কথা ভাবা প্রয়োজন। আমরা সাইফুদ্দিনকে সেই সুযোগটি দিচ্ছি যাতে সে তৈরি হতে পারে। আমি তাঁর শরীরী ভাষা পছন্দ করছি এবং তাঁকে শক্তও লাগছে,' বলেছিলেন প্রধান কোচ রোডস।


প্রতিভাবান অলরাউন্ডার, এই নাম ডাক নিয়ে ২০১৭ সালের দক্ষিণ আফ্রিকা সিরিজে জাতীয় দলে অভিষেক হয়েছিল সাইফুদ্দিনের। নির্বাচকদের চাওয়া মতো পারফর্মেন্স না করতে পেরে ছিটকে পড়েছিলেন দল থেকে।


কিন্তু আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশ 'এ' দলের হয়ে অসাধারণ পারফর্মেন্স দেখিয়ে দলে জায়গা করে নিয়েছেন আবারও। এই সাইফুদ্দিনে ভরসা আছে প্রধান কোচ রোডসেরও। ???াই তিনি আরও বেশি পরিণত হওয়ার সুযোগ দিতে চান দেশের এই পেস বোলিং অলরাউন্ডারকে।


'আমরা মনে করি সাইফুদ্দিন অনেক ভাল একজন অলরাউন্ডার। তাঁর সামর্থ্য রয়েছে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার। আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বাদ পেয়েছে সে। সে দল থেকে বাদ পড়েছিল এবং আবারো ফিরে এসেছে। আমরা তাঁকে আরও বেশি পরিপক্ব হিসেবে দেখতে চাই।'


অভিষেকের পর এই একবছরে মাত্র তিনটি ওয়ানডে এবং ছয়টি টি-টুয়েন্টি সিরিজ খেলেছেন তিনি। নিজেকে জাতীয় দলে সেভাবে প্রমাণ করতে পারেননি সাইফুদ্দিন। তাই তাঁকে আরও একবার সুযোগ দিতে চাইছেন টাইগারদের প্রধান কোচ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball