promotional_ad

'এক বছর দলের বাইরে! মনেই হচ্ছে না'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরব আমিরাতে অস্ট্রেলিয়া দলের সাথে যোগ দিয়েছেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। তাঁদের দুইজনকে সাদরে গ্রহণ করেছেন দলের বাকি ক্রিকেটাররা। দলের সকলের আচরণে স্মিথ কিংবা ওয়ার্নার কারোরই মনে হয়নি দীর্ঘ এক বছর দলের বাইরে ছিলেন তাঁরা।


বল বিকৃতি কান্ডে জড়িয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই দুই তারকা ক্রিকেটার। আগামী ২৯ মার্চ শেষ হতে যাচ্ছে তাঁদের নিষেধাজ্ঞা। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের শেষ দুই ওয়ানডে খেলতে পারতেন স্মিথ-ওয়ার্নার। কিন্তু ইনজুরির কারণে মাঠে নামা হবে না তাঁদের, তবে দলের সাথে থেকে আগামী বিশ্বকাপের জন্য নিজেরদের মানিয়ে নিতে চাইছেন তাঁরা দুইজন।


promotional_ad

দীর্ঘদিন পর দলের সাথে যোগ দিতে পেরে অনেক বেশি উচ্ছ্বসিত সাবেক সহ অধিনায়ক ওয়ার্নার। তাঁর ভাষায়, 'এটা দারুণ এক অনুভূতি। আমার তো মনেই হচ্ছে না গত এক বছর দল থেকে দূরে ছিলাম! সবাই আমাদের সাদরে গ্রহণ করেছে।' 


'খুব ভালো সময় কাটছে সবার সাথে। মাঝে একটা বছর চলে গেছে, অনেক পরিবর্তনও এসেছে দলে। এখন সেটার সাথে মানিয়ে নিয়েই আমাদের সামনের দিকে এগোতে হবে।'


স্মিথ দলে নিজেকে উপলব্ধি করেছেন একজন নিয়মিত সদস্য হিসেবেই। দক্ষিণ আফ্রিকায় সে ন্যাক্কারজনক ঘটনায় সবচেয়ে বেশি ঝড় বয়ে গেছে সেসময়ের অধিনায়ক স্মিথের উপর। এবার দলে ফিরতে চান অস্ট্রেলিয়ার ক্রিকেটের 'সঠিক মূল্যবোধকে' ধারণ করে।


'এটা অসাধারণ ছিল দলের কাছে ফিরে আসা। সকলেই আমাদের গ্রহণ করেছে এবং মনে হচ্ছিল না আমরা এতদিন দলের বাইরে ছিলাম। ভারতের বিপক্ষে জয়ের পর ফুরফুরে মেজাজে আছে দল। সামনে পাকিস্তান সিরিজ, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই।


'তাদের সাথে যোগ দিতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আমরা যেন মূল্যবোধের সঠিক রাস্তায় চলতে পারি, সেটাই লক্ষ্য থাকবে। সামনেই বিশ্বকাপ ও এরপর অ্যাশেজ, আশা করি সবকিছু ভালোই হবে,' বলেছেন স্মিথ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball