পাকিস্তানি গতি তারকার প্রশংসায় ওয়াটসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ান অভিজ্ঞ অলরাউন্ডার শেন ওয়াটসন খুঁজে পেয়েছেন তাঁর দেখা সবচেয়ে গতিময় তরুণ পেসার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে ১৮ বছর বয়সী মোহাম্মদ হাসনাইনের বোলিংয়ে অভিভূত হয়েছেন তিনি।
এবারের পিএসএল চ্যাম্পিয়ন কোয়েটা গ্লেডিয়েটরের হয়ে খেলেছিলেন হাসনাইন। ওয়াটসনের সতীর্থ ছিলেন তিনি। অসাধারণ বোলিং করে পিএসএলের ফাইনালে ৩০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন এই ডানহাতি পেসার।

নিখুঁত লাইন-লেন্থে বোলিং করায় পটু এই পেসার জানেন বলের গতিতে বৈচিত্র্য আনতে। যে কোন উইকেটে নিজের সামর্থ্য দেখাতে সক্ষম এই পেসার। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার আসন্ন সিরিজে দলে ডাক পাওয়া এই তরুণ হুমকি হবেন অজিদের, আগাম বার্তা দিয়েছেন ওয়াটসন।
'হাসনাইনের লেন্থ এবং সুইংয়ের ওপর নিয়ন্ত্রণ অসাধারণ। সে বলে গতির বৈচিত্র্যও খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আমি ১৮ বছর বয়সী এমন গতিময় বোলার আগে দেখিনি। আমার মনে আরব আমিরাতের উইকেটেও অস্ট্রেলিয়া দলের কঠিন প্রতিপক্ষ হবে সে,' বলেছেন ওয়াটসন।
এবারের পিএসএলে ৭ ম্যাচ খেলে ১২ উইকেট নিয়েছেন এই তরুণ। দুর্দান্ত পারফর্মেন্সে স্কোয়াডে জায়গা পাওয়া এই তরুণের ব্যাপারে অজিদের সতর্ক করেছেন ওয়াটসন।
আগামী ২২ মার্চ থেকে শুরু হবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।