বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন স্মিথ, ওয়ার্নার!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া বেশ কঠিন হবে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রে, বিশ্বাস দলটির অধিনায়ক অ্যারন ফিঞ্চের। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থটিতে ৬ রানে জয় পাওয়ার পর সংবাদ সম্মলনে এমনটা জানান তিনি।
সম্প্রতি ভারতের মাটিতে ৩-২ এ ওয়ানডে সিরিজ জিতে আসা অস্ট্রেলিয়া সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পাকিস্তানকে সিরিজ হারিয়েছে। দলটির পক্ষে দারুণ ফর্মে আছেন গ্ল্যান ম্যাক্সওয়েল, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাওয়াজাদের মতো ক্রিকেটাররা। আর এই কারণে বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে স্মিথ ও ওয়ার্নেরর জায়গা দেখছেন না ফিঞ্চ। চতুর্থ ওয়ানডে শেষে তিনি বলেছেন,

'এটি কঠিন সত্য। বিশেষ করে যখন দলটি অনেক ভালো খেলছে, তখন স্কোয়াডে জায়গা পাওয়া আসলেই কঠিন হবে, সেটি যে কেউই হোক না কেন। দিন শেষে এটি অনেক কঠিন একটি সিদ্ধান্ত। আমাদের ১৫ সদস্যের স্কোয়াডে ব্যালেন্স রাখতে হলে কাউকে বাদ পরতেই হবে।'
ফিঞ্চের মতে বর্তমানে দলের চাহিদা অনুযায়ী খেলছে ক্রিকেটাররা। নিজেদের উন্নতি করার সুযোগ ভালোভাবেই কাজে লাগাতে সক্ষম হচ্ছে তারা। আর সেই কারণে বেশ সন্তুষ্ট অজি ওয়ানডে দলপতি। তাঁর ভাষ্যমতে,
'ফ্যাক্ট হলো ছেলেরা নিজেদের উন্নতি করার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ পাচ্ছে এবং তারা দলের চাহিদা অনুযায়ী যেভাবে খেলছে তা আসলেই দারুণ। আমার মতে ২০১৫ বিশ্বকাপে যেমন ভালো দল নিয়ে খেলতে গিয়েছিলাম আমরা এবারও তেমন একটি স্কোয়াড গড়তে পারবো আমরা।'