'মি. প্রেসিডেন্ট' মোহাম্মদ নবি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তান ক্রিকেটের প্রতি মোহাম্মদ নবির আবেগ-ভালোবাসা মনে ধরেছিল ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসনের। যে কারণে নবিকে 'মি. প্রেসিডেন্ট' উপাধিতে আখ্যায়িত করেছিলেন এই সাবেক ইংলিশ ক্রিকেটার।
২০১৬ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরে আফগান অলরাউন্ডার নবির সতীর্থ ছিলেন পিটারসন। দুইজনেই খেলেছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। সেই টুর্নামেন্টে আটটি ম্যাচ খেলেছিলেন নবি। শেষ ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে ১২ বলে ৩০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন তিনি।

এশিয়া কাপের বাছাই পর্বের জন্য দলের সাথে যোগ দিতে ম্যাচ শেষে ঘণ্টা খানেকের মধ্যেই দেশের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে তাঁকে। এই ঘটনা নবির প্রতি সম্মান বাড়িয়ে দিয়েছিল পিটারসনের। তখন থেকেই নবিকে মি. প্রেসিডেন্ট বলে ডাকা শুরু করেন পিটারসন। সেই স্মৃতিচরণ করে সম্প্রতি নবি বলেছেন,
'কেভিন পিটারসন আমাকে সব সময়ে 'মি. প্রেসিডেন্ট' বলে ডাকে। পিএসএলের প্রথম আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে আমরা একত্রে খেলছিলাম, সে সময়ের সুখস্মৃতি এটা। দুবাইয়ে, শেষ ম্যাচ ছিল আমার জন্য, আমি শেষ ওভারে ১৭ রান নিয়ে দলকে জিতিয়েছিলাম।
'টিম হোটেলে যাওয়ার এক ঘণ্টা বাদে আমি আফগানিস্তানের দলের সাথে যোগ দিতে দুবাই ত্যাগ করি। সে সময় পিটারসন বলেছিল, 'তুমি আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট'। এরপর অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতে গিয়েছিলাম, সেখানে সে আমাকে 'মি. প্রেসিডেন্ট' নামে ডাকা শুরু করে।'
শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে দলকে জিতিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের মোহাম্মদ নবি। বল হাতে নিয়েছিলেন চার উইকেট। ম্যাচ জয় শেষে উৎসুক নবি জানিয়েছিলেন মি.প্রেসিডেন্ট নামের পেছনের রহস্য।