সাবেক লঙ্কান অলরাউন্ডারের বিরুদ্ধে আইসিসির দুর্নীতির অভিযোগ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার দিলহারা লকুহেতিগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির দুর্নীতি বিরোধী আইনের তিনটি ধারা ভেঙ্গেছেন লঙ্কান এই সাবেক অলরাউন্ডার, অভিযোগ করেছে আইসিসি।
তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগগুলো হল, আন্তর্জাতিক ম্যাচের ফলাফল ফিক্স করা এবং ক্রিকেটারদের প্রলুব্ধ করা, কিংবা উৎসাহিত করা, ফিক্সিংয়ের সরাসরি অনুরোধ করা।

ছয় মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো ৩৮ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এনেছে আইসিসি। গত বছরের নভেম্বরে ইমারাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) একই ধরণের তিনটি দুর্নীতি বিরোধী ধারা ভাঙ্গার অভিযোগ উঠেছিল লকুহেতিগের বিরুদ্ধে।
ইসিবির অধীনে আয়োজিত ২০১৮ সালের সেই টি-টেন লিগে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন লকুহেতিগে। যার ফলে তাঁকে সাময়িক বরখাস্ত করেছিল আইসিসি।
এবার নিজেকে নির্দোষ করার জন্য লকুহেতিগেকে ১৪ দিনের সময় বেঁধে দিয়েছে আইসিসি, যা শুরু হয়েছে এপ্রিলের ৩ তারিখ থেকে। শ্রীলঙ্কার হয়ে নয়টি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।