শ্রীলঙ্কা সফরে বিসিবির উদ্বেগ প্রকাশ

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। কিন্তু সম্প্রতি দেশটিতে বোমা হামলায় তিনশ'র বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
দেশটিতে বিরাজ করছে থমথমে পরিবেশ। তাই শ্রীলঙ্কায় বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পরবর্তী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় এই সিরিজের নিরাপত্তা নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলবে বাংলাদেশ, নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী,
'আমরা সেই ঘটনা নিয়ে উদ্বিগ্ন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রীলঙ্কায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে পরামর্শ নিব। এই মাসের শেষে অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে কথা বলব,' মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের বলেছেন বিসিবির প্রধান নির্বাহী।
শ্রীলঙ্কায় এই হামলার ফলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। জুলাইয়ের ২৫, ২৭ এবং ২৯ তারিখ বাংলাদেশ দলের তিনটি ওয়ানডে খেলার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু এই সফর নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গত মার্চে নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার কারণে বাংলাদেশ দল সিরিজের তৃতীয় টেস্ট না খেলেই দেশে ফেরত এসেছে। অল্পের জন্য বেঁচে ফিরেছেন বাংলাদেশ দলের সদস্যরা। যে কারণে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বর্তমানে বেশ সতর্ক বিসিবি।