সাকিব-রিহাদের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ঃ ১০৫/২, ২২ ওভারে
সাকিব ৫৭*, রিহাদ ৩০*; আসের ২/১৭

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ঃ ২৭৯/৮, ওভারঃ ৫০
হাসিবুল্লাহ ১২৯, সাকিব ৬৪; ইপন ৫/৪৫, রাব্বি ৩/৪৯
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে ব্যাটিং করছে বাংলাদেশ। পাকিস্তানের দেয়া ২৮০ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ।
এগোচ্ছে বাংলাদেশঃ ০ রানের পর ৩৪ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। এমন বিপর্যয় থেকে দলকে টেনে তুলেছেন ওপেনার সাকিব এবং চারে নামা ব্যাটসম্যান রিহাদ খান। দুইজনের পঞ্চাশ ছাড়ানো জুটিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে বাংলাদেশ দল।
নিজের ব্যক্তিগত অর্ধশতক তুলে নিলেও তিনে নামা ব্যাটসম্যান সোহাগ আলি আউট হয়েছেন ১৫ রান করে। প্রথম উইকেট নেয়া আসের মুঘলকেই উইকেট বিলিয়েছেন সোহাগ। ব্যাট হাতে সাকিবকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন অধিনায়ক রিহাদ। তিনি ব্যাটিং করছেন ৩০ রানে।
শুরুতেই হোঁচট খেল বাংলাদেশঃ লক্ষ্য তাড়ায় ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওপেনার মফিজুল ইসলাম রবিন শূন্য রানে আসের মুঘলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট সাজঘরে ফিরে গেছেন।
উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশের হাল ধরতে তিনে নেমেছেন সোহাগ গাজী। আরেক ওপেনার শাহরিয়ার সাকিব ব্যাটিং করছেন ১৭ রানে।