সোয়ানের বাহবা পাচ্ছেন মরগান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সততা এবং আগ্রাসী মনোভাবের জন্য ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রায়েম সোয়ানের বাহবা পাচ্ছেন দলটির বর্তমান অধিনায়ক ইয়ন মরগান। ডোপ টেস্টে ব্যর্থ হওয়া ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেইলসকে সমর্থন না দেয়ায় মরগানের উপর বেশ সন্তুষ্ট দলটির সাবেক এই স্পিনার।
বিশ্বকাপের স্কোয়াডে থাকা হেইলস রিক্রিয়েশনাল ড্রাগ নিয়ে ধরা পড়েন। যে কারণে ২১ দিনের জন্য নিষিদ্ধ করা হয় তাঁকে। পরবর্তীতে বিশ্বকাপের স্কোয়াড থেকেও বাদ দেয়া হয় ডানহাতি এই ব্যাটসম্যানকে।

হেইলসের এমন কর্মকাণ্ডে দলের ভাবমুর্তি নষ্ট হয়েছে। দলের সকলের বিশ্বাস হারিয়েছেন তিনি। যে কারণে তাঁকে দলে ভেড়াতে কোন প্রকার চেষ্টা করেন নি মরগান, যা মনে ধরেছে সোয়ানের।
'আমি সত্যিই মরগানকে পছন্দ করি। সে আমাদের ওয়ানডে ফরম্যাটের এখন পর্যন্ত পাওয়া সেরা অধিনায়ক কারণ সে খুবই আগ্রাসী। সে গতানুগতিক ধারার বাইরেও অনেক কিছু চিন্তা করে এবং সে বানরকে মাথায় উঠতে দেয় না। দলকে জেতানোর সবচেয়ে ভালো পদ্ধতিটি তাঁর জানা।
'সে দলের মধ্যে সৎ এবং আগ্রাসী একটি সংস্কৃতি চায় এবং আমি এটি পছন্দ করি। সে হেইলসকে দলে ফেরত নেয়নি কারণ মিথ্যা বলেছিল হেইলস এবং দলের বিশ্বাস হারিয়েছিল।'
এর আগে ২০১৭ সালে ব্রিস্টলের রাস্তায় বেন স্টোকস ও হেইলস মারামারিতে জড়িয়েছিলেন। সেই ঘটনায় স্টোকস গ্রেফতারও হয়েছিলেন। হেইলস গ্রেফতার না হলেও তাঁকে জরিমানা করা হয় ১৭ হাজার ডলার।