নিঃসন্দেহে অ্যাশেজের প্রথম ম্যাচ খেলবে আর্চারঃ ভন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের পরপরই ইংল্যান্ডের ঘরের মাঠে শুরু হবে অ্যাশেজ সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই ইংল্যান্ড দলে থাকবেন পেসার জফরা আর্চার, বলছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
বিশ্বকাপের ঠিক পূর্বে পাকিস্তান সিরিজ দিয়ে ইংল্যান্ড দলে অভিষেক হয়েছিল আর্চারের। দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন তিনি। সুযোগ পেয়েছেন দলের হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই খেলার। বল হাতে দুর্দান্ত ছিলেন আর্চার। ইংল্যান্ডের জয়ে রেখেছেন অনন্য অবদান। গুরুত্বপূর্ণ সময়ে দলকে এনে দিয়েছিলেন উইকেট।

তাঁর দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বিশাল জয় পেয়েছিল ইংল্যান্ড। ৭ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৭ রান খরচায় ফাফ ডু প্লেসিস, এইডেন মার্করাম, ভ্যান ডার ডুসেনের উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
আর্চারের এই পারফর্মেন্স অ্যাশেজের প্রথম ম্যাচেই তাঁকে একাদশে জায়গা করে দিবে বলে মনে করছেন ইংল্যান্ডের অ্যাশেজ জয়ী অধিনায়ক ভন। 'কোন প্রশ্ন ছাড়াই জফরা আর্চার অ্যাশেজের প্রথম টেস্ট দলের প্রথম নাম হবে,' নিজের টুইটারের পাতায় লিখেছেন ভন।
আগস্টের প্রথম সপ্তাহেই শুরু হতে যাচ্ছে ২০১৯ সালের অ্যাশেজ। এই সিরিজ দিয়েই শুরু হবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ।