promotional_ad

ক্রাইস্টচার্চ ট্র্যাজেডি ঐক্যবদ্ধ করেছে ক্রিকেটারদের

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||   


ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনা বাংলাদেশ দলের সতীর্থদের মাঝে সম্পর্ক আরো দৃঢ় করেছে, বিশ্বাস মাশরাফিদের প্রধান কোচ স্টিভ রোডসের। তাঁর মতে এই ঘটনার কল্যাণে ড্রেসিং রুমে একে অন্যের প্রতি ভ্রাতৃত্বের সম্পর্কও বৃদ্ধি পেয়েছে।  


গত নিউজিল্যান্ড সফরে দুর্বিষহ একটি ঘটনার সাক্ষী হতে হয়েছিল বাংলাদেশ দলকে। কিউইদের বিপক্ষে শেষ টেস্টের আগে ক্রাইস্টচার্চের একটি মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গিয়েছিলেন তামিম, মাহমুদুল্লাহরা। 


promotional_ad

সেই মসজিদেই এক মুসলিম বিদ্বেষী সন্ত্রাসী মুসল্লিদের ওপর এলোপাথাড়ি গুলি চালিয়েছিল। সেই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। তবে ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির ইতিবাচক দিক তুলে ধরে রোডস বলেছেন,   


'এটি আসলে ছেলেদের জন্য অনেক কঠিন ছিল। তবে এটি অনেক দিক থেকে সাহায্যও করেছে। ক্রাইস্টচার্চে দুর্বিষহ একটি সময় কাটিয়েছে তাঁরা, তবে এখন মনে হচ্ছে সেখান থেকে ছেলেদের মাঝে একটি ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হয়েছে। তাঁরা অন্যান্য মুসলিম ধর্মাবলম্বীদের সাথে একই ঘটনার সাক্ষী হয়েছে যারা বিধ্বস্ত হয়েছিল খারাপভাবে।'


খেলোয়াড়েরা যেভাবে পরবর্তীতে নিজেদের সামলে নিয়েছেন সেটি যথেষ্ট প্রশংসার দাবি রাখে বলেও মনে করছেন ইংলিশম্যান রোডস। এর জন্য মাশরাফিদের যথেষ্ট সম্মান করছেন তিনি। এই ঘটনার পর দ্রুত ক্রিকেটে ফেরা মুখের কথা ছিল না কারো জন্যই। কিন্তু সবকিছু পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন ক্রিকেটাররা। রোডস তাই বলছিলেন,  


'দেখুন, আমি খেলোয়াড়দের অনেক বেশি সম্মান করি। তাঁরা সেই ঘটনার পর নিজেদের যেভাবে সামলে নিয়েছে এবং তাঁরা যেসবের মধ্যে দিয়ে গিয়েছে তাতে সম্মান করতেই হবে তাঁদের। আমি অনেক চিন্তিত ছিলাম যে কিভাবে ওরা আবার ক্রিকেটে ফিরবে। ঘটনার পর আমি ওদের সাথে সাধারণ ভাবেই ব্যবহার করেছি। যেন ওরা আবার দ্রুত ক্রিকেটে ফিরতে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball