promotional_ad

জিম্বাবুয়ে দলে ফিরলেন টেইলর-মাসাকাদজা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইনজুরি কাটিয়ে জিম্বাবুয়ে দলে ফিরেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা এবং ব্রেন্ডন টেইলর। নেদারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের স্কোয়াডে রয়েছেন এই দুই জিম্বাবুইয়ান তারকা। এর আগে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে ছিলেন না এই দুইজন।


এসেই পুরনো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মাসাকাদজা। নেদারল্যান্ডের বিপক্ষে দলটির অধিনায়কত্ব করবেন তিনি। মাসাকাদজার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন পিটার মুর।


promotional_ad

আরব আমিরাতের বিপক্ষে স্কোয়াডে থাকা রেগিস চাকাভা, টিমিচেন মারুমা, ব্রায়ান চারি, ব্রেন্ডন মাভুতা এবং টনি মুনিয়ঙ্গা নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে পড়েছেন।


দলে জায়গা পেয়েছেন সিকান্দার রাজা, সোলেমন মিরের মতো ক্রিকেটাররা। মাসাকাদজা, টেইলরের সাথে ব্যাটিং বিভাগের দায়িত্ব নিবেন তাঁরা। দলটির বোলিং লাইন আপ সামাল দিবেন কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস এমপোফুর মতো পেসাররা।


আগামী ১৯ জুন থেকে শুরু হবে দুই দলের সীমিত ওভারের এই সিরিজ। যেখানে তারা দুটি ওয়ানডে এবং দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। 


জিম্বাবুয়ে স্কোয়াডঃ হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, পিটার মুর, সোলেমন মিরে, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস এমপোফু, ক্রেইগ ইরভেইন, আন্সলে এন্ডলোভু, এল্টন চিগাম্বুরা, রিচমন্ড মুতুম্বামি, তিনাশে কামুনহুকাওই, রায়ান বার্ল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball