ভারত-পাকিস্তানের বিপক্ষে দর্শকদের সমর্থন চান সাকিব

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডে বিশ্বকাপ সত্ত্বেও বাংলাদেশের রয়েছে প্রচুর দর্শক-সমর্থক। বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন করে আসছে তারা। ভারত এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও দর্শকদের এমন সমর্থন চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সমর্থকদের মন জয় করে নেয় বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেছে তারা। ইংল্যান্ডের বিপক্ষে ভরাডুবির ম্যাচেও সমর্থকদের সমর্থন পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়ে সেই প্রতিদানও দিয়েছে টাইগাররা।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তানের বিপক্ষে তুলে নিয়েছে দারুণ এক জয়। সামনে শক্তিশালী দুই প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। আসন্ন এই দুই ম্যাচে দলকে উজ্জীবিত করতে দর্শকদের সমর্থন চাইছে আফগানিস্তানের বিপক্ষে অলরাউন্ডিং পারফর্মেন্স করে ম্যাচ সেরা হওয়া সাকিব।
'সামনে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে আমাদের ভারত-পাকিস্তানের বিপক্ষে। আসন্ন এই দুই ম্যাচে সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে হবে আমাদের। সমর্থকরা বিশ্বকাপে আমাদের সঙ্গে ছিল প্রথম ম্যাচ থেকেই। আমরা প্রথম ম্যাচ জিতে ভালো শুরু করেছিলাম এবং দর্শকরা আমাদের সব সময় সমর্থন করে আসছে। আশা করছি পরবর্তী ম্যাচগুলোতেও দর্শকদের সমর্থন অব্যাহত থাকবে।'
আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে ব্যাট-বলের লড়াইয়ে নামবে মাশরাফিবাহিনী। দুই দলকে হারালে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ভালো সম্ভাবনা থাকবে বাংলাদেশের।