promotional_ad

ম্যাচ হেরে ভক্তের দিকে তেড়ে গেলেন রশিদ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে হারের পর দর্শকদের ওপর ক্ষেপেছেন রশিদ খান। ড্রেসিং রুমে যাওয়ার পথে এক দর্শকের দিকে তেড়ে গিয়েছিলেন আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার।


বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই আগেই বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আফগানদের। বিদায়ের আগে ম্যাচ জিতে বাংলাদেশকে বিপাকে ফেলতে চেয়েছিল তারা।


promotional_ad

কিন্তু মাশরাফি বিন মুর্তজার দলের বিপক্ষে ৬২ রানে হারতে হয়েছে আফগানিস্তানকে। ম্যাচ শেষে মাঠ ছেড়ে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন আফগান ক্রিকেটাররা।


সে সময় হঠাৎই থেমে যান রশিদ। পেছনের দিকে যান এবং কোনো একজন দর্শককে ডাকতে শুরু করেন তিনি। এরপর তাঁর দিকে হাত উঠিয়ে থাপ্পড় দেয়ার অঙ্গভঙ্গি করেন বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনার।


সাউদাম্পটনের মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা রশিদ খানকে থামিয়ে দেন। সঙ্গে সঙ্গে তাঁর সতীর্থরা এসে তাঁকে ড্রেসিং রুমের দিকে নিয়ে যায়।


এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ম্যানচেস্টারের একটি রেস্টুরেন্টে মারামারি করেছেন আফগান ক্রিকেটাররা। ১৭ জুনের ওই ঘটনায় স্থানীয় পুলিশকেও ডাকা হয়েছিল, বিবিসির একটি সূত্রের মাধ্যমে যা জানা গেছে।


আফগানিস্তানের কোন ক্রিকেটাররা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সেই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে এই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball