পাকিস্তানকে ছেড়ে দেবে না বাংলাদেশ, কাদিরের সতর্কবার্তা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স দেখাচ্ছে বাংলাদেশ। তিন জয়ে সাত পয়েন্টট নিয়ে তালিকায় পাঁচ নম্বরে আছে মাশরাফি বিন মুর্তজার দল। তাই বাংলাদেশকে নিয়ে পাকিস্তানকে সতর্ক করেছেন দলটির সাবেক লেগ স্পিনার আব্দুল কাদির। পাকিস্তানকে সহজে ছেড়ে দেবে না টাইগাররা, সেটা ভালো করেই জানেন পাকিস্তানের কিংবদন্তি এই লেগ স্পিনার।
মূলত পাকিস্তানের ফিল্ডিং বেশি ভাবাচ্ছে কাদিরকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয়টি ক্যাচ ফেলেছে পাকিস্তান। তবু ম্যাচটি জিতেছে তারা। তবে বাংলাদেশের বিপক্ষে এমন ভুল কখনোই করা যাবে না বলে সতর্ক করেছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন বাংলাদেশি ক্রিকেটাররা। অলরাউন্ডার সাকিব আল হাসান সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে আছেন। সেরা দশে নাম রয়েছে উইকেরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমেরও।
এ ছাড়া ব্যাট হাতে বিধ্বংসী শুরুর সামর্থ্য আছে সৌম্য সরকারের। যদিও ব্যাট হাতে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। এসব ক্রিকেটারদের সুযোগ দিলে পাকিস্তানকে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে মনে বলে করছেন পাকিস্তানের হয়ে ১০৪ ওয়ানডে খেলা কাদির।
'পাকিস্তানের ক্রিকেটাররা সাতটি (ছয়) ক্যাচ ফেলেও ম্যাচ জিতেছে, এটা অবিশ্বাস্য। কিন্তু বাংলাদেশ তাদেরকে সেই সুযোগ দেবে না। যদি তারা একই ভুল পুনরায় করে এবং বাংলাদেশকে কোনো সুযোগ দেয় তাহলে খুব খারাপ মাশুল দিতে হবে তাদের।'
দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা আফগানিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে ধরে রাখুক পাকিস্তান, এমনই চাওয়া কাদিরের, 'ভালো ক্রিকেট খেলছে দলটি এবং এই ধারাবাহিকতা বাকি দুই প্রতিপক্ষ আফগানিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে ধরে রাখতে হবে।'