পাকিস্তানকে সতর্ক করলেন হাসি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের জন্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খুব বেশি গুরুত্বপূর্ণ। সমর্থকদের সন্তুষ্ট করতে একটি জয়ের জন্য মরিয়া হয়ে আছে আফগানরা। যে কারণে পাকিস্তানের বিপক্ষে যেকোনো মূল্যেই জয় তুলে নিতে চাইবে আফগানিস্তান, মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি।
বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে গুলবাদিন নাইবের দল। একটিতেও জয়ের দেখা পায়নি দলটি। সেমিফাইনালের দৌড় থেকে অনেক আগেই ছিটকে পড়েছে আফগানরা। তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান। সেই ম্যাচের আত্মবিশ্বাস এ ম্যাচেও সঙ্গী হবে আফগানদের।

হাতে থাকা বাকি দুটি ম্যাচে প্রতিপক্ষকে মরণ কামড় দিতে চাইবে আফগানরা। তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আফগানদের সতর্ক করেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।
'আফগানিস্তানের একটি জয়ের প্রয়োজন। পাকিস্তানকে হারাতে মরিয়া থাকবে তারা। যদি তারা ম্যাচটি জেতে তাহলে অনেক বড় সন্তুষ্টির বিষয় হবে আফগান সমর্থকদের জন্য।' একটি ভিডিও বার্তায় বলেছেন মাইক হাসি।
সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আফগানদের বিপক্ষে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ সরফরাজ আহমেদের দলের কাছে। ম্যাচটি ২৯ জুন বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মাঠে গড়াবে।