নির্বাচকদের এক হাত নিলেন গম্ভীর

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের ডান হাতি ব্যাটসম্যান আম্বাতি রাইডুর অবসর প্রসঙ্গে নির্বাচকদের এক হাত নিয়েছেন সাবেক ওপেনার গৌতম গম্ভীর। রাইডুর আচমকা অবসরের পেছনে এমএসকে প্রসাদের নির্বাচক কমিটিকে দায়ী করেছেন তিনি।
চলতি বিশ্বকাপে ভারত দলে রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছিল রাইডুকে। কিন্তু চোটের কারণে শিখর ধাওয়ান এবং বিজয় শঙ্করের বিশ্বকাপ শেষ হয়ে গেলেও রাইডুকে মূল দলে রাখেননি নির্বাচকেরা। অথচ তাঁদের পরিবর্তে ঋষভ পান্ত এবং মায়াঙ্ক আগারওয়ালকে নিয়েছে তারা। এই কারণেই রাগে দুঃখে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রাইডু বলে ধারণা করা যাচ্ছে।
বিসিসিআইয়ের কঠোর সমালোচনা করে গম্ভীর বলেছেন, ‘আমার মতে, নির্বাচকরা এই বিশ্বকাপে দল নির্বাচনের ক্ষেত্রে সত্যিই হতাশ করেছেন। ওদের জন্যই রায়ডু অবসরের সিদ্ধান্ত নিয়েছে। ওদের সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতাই এজন্য দায়ী।'

৫৫টি ওয়ানডেতে ৪৭.০৫ গড়ে এক হাজার ৬৯৪ রান করেছেন রাইডু। হাঁকিয়েছেন ৩টি সেঞ্চুরি এবং ১০টি হাফ সেঞ্চুরি। টি টুয়েন্টি ক্রিকেটেও সমান উজ্জ্বল এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ২১৬ টি টুয়েন্টিতে ৪ হাজার ৫৮৪ রান সংগ্রহ করেছেন তিনি। রাইডুর মতো ক্রিকেটারের অবসর তাই ভারতের ক্রিকেটের জন্য বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন গম্ভীর।
তিনি বলেছেন, 'ওর মতো একজন ক্রিকেটার যে আইপিএলে এত ভাল খেলেছে, দেশের হয়ে তিনটে শতরান, দশটা অর্ধশতরান করেছে, তাঁর এই ভাবে অবসর নেওয়াটা সত্যিই ভারতীয় ক্রিকেটের জন্য করুণ একটা মুহূর্ত।’'
এখানেই অবশ্য ক্ষান্ত থাকেননি গম্ভীর। বিসিসিআইয়ের নির্বাচক প্যানেলের পাঁচ সদস্যর রান যোগ করলেও রাইডুর ক্যারিয়ারে সমান হবে না বলে কটাক্ষ করেছেন তিনি। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের অবসরের ব্যাপারটি মেনে নিতে পারছেন না গম্ভীর।
সাবেক এই ওপেনার বলেছেন, 'পাঁচজন নির্বাচকের রান যোগ করলেও রাইডুর ক্যারিয়ারের যত রান তার থেকে কম হবে। এই অবসরের খবরে আমি অত্যন্ত দুঃখিত। বিশ্বকাপের মাঝে চোটের কবলে পড়া ক্রিকেটারদের বদলে ঋষভ পান্ত এবং মায়াঙ্ক আগারওয়ালকে আনা হল, অথচ তাঁর কথা ভাবা হল না। রাইডুর জায়গায় যেই থাকত তারই খারাপ লাগত।'
এদিকে ভারতের আরেক সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগও রাইডুর বিষয়ে মর্মাহত হয়েছেন। বিশ্বকাপ স্কোয়াডে থাকার পরও সুযোগ না পাওয়াকে বেদনাদায়ক হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
পাশাপাশি অবসর পরবর্তী জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি রাইডুকে। টুইট বার্তায় শেহবাগ লিখেছেন, 'বিশ্বকাপে অবহেলিত হওয়া অবশ্যই অনেক বেদনাদায়ক, তবে আমি তাঁর অবসরের পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানাচ্ছি।'