promotional_ad

ক্যারিবীয়দের পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে আফগানরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে আফগানিস্তান। আগামী ২৭ নভেম্বর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দুই দলের পূর্ণাঙ্গ সিরিজের অংশ এই টেস্ট ম্যাচ, যেখানে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ রয়েছে।


ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের পরই বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবে আফগানিস্তান। এরপর জিম্বাবুয়ে, বাংলাদেশের অংশগ্রহণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে তারা। 


আন্তর্জাতিক ক্রিকেটে ১০ মুখোমুখি হয়েছে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে আটবারই ক্যারিবীয়রা স্বাগতিক ছিল। দুই দলের মুখোমুখিতে ৫-৪ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা। 


২০১৮ সালে টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তান তাদের অভিষেক ম্যাচ খেলে ভারতের বিপক্ষে। অভিষেক অভিজ্ঞতা ভালো হয়নি তাদের। তিন দিনেই ম্যাচ হারে আফগানরা। ২০১৯ সালের প্রথম দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় টেস্টে খেলে তারা। এ ম্যাচে জয় তুলে নেয় আফগানিস্তান। দীর্ঘ পরিসরের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি হবে আফগানিস্তানের তৃতীয় ম্যাচ।


promotional_ad

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় দেখা যায়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর ভারতেই থেকে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।


আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিঃ


৫ নভেম্বর- প্রথম টি-টোয়েন্টি


৭ নভেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি


৯ নভেম্বর- তৃতীয় টি-টোয়েন্টি


১৩ নভেম্বর- প্রথম ওয়ানডে


১৬ নভেম্বর- দ্বিতীয় ওয়ানডে


১৮ নভেম্বর- তৃতীয় ওয়ানডে


২৭ নভেম্বর- একমাত্র টেস্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball