ক্যারিবীয়দের পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে আফগানরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে আফগানিস্তান। আগামী ২৭ নভেম্বর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দুই দলের পূর্ণাঙ্গ সিরিজের অংশ এই টেস্ট ম্যাচ, যেখানে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ রয়েছে।
ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের পরই বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবে আফগানিস্তান। এরপর জিম্বাবুয়ে, বাংলাদেশের অংশগ্রহণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে তারা।
আন্তর্জাতিক ক্রিকেটে ১০ মুখোমুখি হয়েছে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে আটবারই ক্যারিবীয়রা স্বাগতিক ছিল। দুই দলের মুখোমুখিতে ৫-৪ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা।
২০১৮ সালে টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তান তাদের অভিষেক ম্যাচ খেলে ভারতের বিপক্ষে। অভিষেক অভিজ্ঞতা ভালো হয়নি তাদের। তিন দিনেই ম্যাচ হারে আফগানরা। ২০১৯ সালের প্রথম দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় টেস্টে খেলে তারা। এ ম্যাচে জয় তুলে নেয় আফগানিস্তান। দীর্ঘ পরিসরের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি হবে আফগানিস্তানের তৃতীয় ম্যাচ।

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় দেখা যায়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর ভারতেই থেকে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিঃ
৫ নভেম্বর- প্রথম টি-টোয়েন্টি
৭ নভেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি
৯ নভেম্বর- তৃতীয় টি-টোয়েন্টি
১৩ নভেম্বর- প্রথম ওয়ানডে
১৬ নভেম্বর- দ্বিতীয় ওয়ানডে
১৮ নভেম্বর- তৃতীয় ওয়ানডে
২৭ নভেম্বর- একমাত্র টেস্ট।