বিশ্বকাপ ইতিহাস নতুন করে লিখলেন রোহিত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন ভারতের রোহিত শর্মা। এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরি তুলে নেয়ার মাইলফলকটি নিজের করে নিয়েছেন ভারতের এই ডানহাতি ওপেনার।
শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এবারের বিশ্বকাপে নিজের পঞ্চম সেঞ্চুরিটি তুলে নিয়েছেন তিনি। ৯২ বলে হাঁকানো সেঞ্চুরিতে ১৪টি চার এবং ২টি ছয় মেরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

সেঞ্চুরির পর নিজের ইনিংসকে বড় করতে পারেননি রোহিত। ১০৩ রান করে কাসুন রাজিথার বলে আউট হয়ে সাজঘরে ফিরে যেতে হয়েছে তাঁকে। এর আগে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের সহ-অধিনায়ক। রোহিতের গত চার সেঞ্চুরির ইনিংসগুলো যথাক্রমে ১২৪*, ১৪০, ১০২ এবং ১০৪।
এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার। ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
এবার একই আসরে চারটি সেঞ্চুরির রেকর্ড ছাড়াও আরেকটি রেকর্ডে সাঙ্গাকারাকে ছাড়িয়ে গেছেন রোহিত। তা হচ্ছে বিশ্বকাপে সাঙ্গাকারার করা মোট পাঁচটি সেঞ্চুরি ছাড়িয়ে ছয় নম্বর সেঞ্চুরিটি হাঁকালেন ভারতের সহ-অধিনায়ক। এতে রোহিতের নাম বসে গেছে ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকারের পাশে। বিশ্বকাপে শচিনও ৬টি সেঞ্চুরির মালিক।