promotional_ad

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন মাশরাফি

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইনজুরি নিয়েই বিশ্বকাপে খেলা চালিয়ে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ধারণা করা হচ্ছিল, শ্রীলঙ্কা সিরিজে বিশ্রাম থাকতে পারেন তিনি। কিন্তু বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, লঙ্কান সফরে দলের সঙ্গে যাচ্ছেন মাশরাফি।


আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন ডানহাতি এই পেসার। তবু সে সময় বিশ্রাম নেননি তিনি। দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন প্রথম শিরোপা। বিশ্বকাপে এই ইনজুরি নিয়ে খেলেছেন আটটি ম্যাচ।


ইনজুরির প্রভাব তাঁর বোলিংয়েও পরিলক্ষিত হয়েছে। আট ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছেন এই পেসার। টুর্নামেন্টের শেষের দিকে এসে ছোট রান আপে বোলিং করতে দেখা গেছে তাঁকে।


promotional_ad

বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরে মাশরাফি নিজেই বলেছিলেন, শ্রীলঙ্কা সফর নিয়ে এখনই ভাবছেন না তিনি। তবে দলের নির্বাচক বাশার জানান, খেলার জন্য সম্পূর্ণ ফিট দেশের সবচেয়ে সফল এই অধিনায়ক।


মিরপুরে সাংবাদিকদের বাশার বলেন, 'আমি মনে করি সে ফিট। মাশরাফির ফিটনেস অনেকটা তার নিজের ওপরে। একটু ফিটনেস টেস্ট তো অবশ্যই দিতে হবে। কারণ ওর ইনজুরির দুশ্চিন্তা আছে। বিশ্বকাপে ইনজুরি নিয়েই খেলেছিল সে। সেরে ওঠার জন্য তার হাতে সময় আছে। আশা করছি শ্রীলঙ্কা সফরে সে খেলবে। আমাদের কাছে ওইরকম কোন তথ্য আসেনি তার না খেলার।'


বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন লিটন দাস। যে কারণে ছুটি নিয়েছেন তিনি। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না তিনি। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও ইতোমধ্যে ছুটি চেয়েছেন বিসিবির কাছে। তাঁকেও না পাওয়ার সম্ভাবনা রয়েছে আসন্ন এই সিরিজে।


যে কারণে দল নির্বাচনে নতুন করে ভাবতে হচ্ছে নির্বাচকদের। আজ (শুক্রবার) মিরপুরে দলের অধিনায়ক মাশরাফিসহ আলোচনায় বসেছেন নির্বাচকরা। সেখানে হয়তো লঙ্কান সিরিজে খেলার কথা জানিয়েছেন অধিনায়ক। আর সেটা সাংবাদিকদের নিশ্চিত করেছেন নির্বাচক বাশার।


জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। দ্বিতীয় এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬ ও ৩১ জুলাই। তিনটি ম্যাচই শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball