promotional_ad

ওয়াসিম জাফরের ক্লাসে তামিম-সৌম্যরা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপ শেষে ছুটিতে আছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কিন্তু এর মাঝেও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা বাকিদের তুলনায় ব্যতিক্রম। ইতোমধ্যে অনুশীলনে মনোনিবেশ করেছেন জাতীয় দলের শীর্ষ স্থানীয় কয়েকজন ব্যাটসম্যান। আসন্ন শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নিজেদের প্রস্তুত রাখতে মিরপুরে কাজ করছেন তারা।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) খুঁজে বের করতে চাইছে দলের শীর্ষ ব্যাটসম্যানদের বিশ্বকাপে ব্যর্থ হওয়ার কারণ। তাই তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকাররা নিজেদের প্রস্তুত করতে আগে আগেই কাজ শুরু করে দিয়েছেন।


ইংল্যান্ড থেকে ফেরার পর দিনই মিরপুরে ব্যাটিং অনুশীলন শুরু করে দেন বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করছেন দেশসেরা এই ওপেনার।


আজ (১৩ জুলাই) তামিমের সঙ্গে ব্যাটিং অনুশীলনে যোগ দিয়েছেন মিঠুন। মিরপুরে দীর্ঘ সময় ধরে ব্যাটিং অনুশীলন করেছেন এই দুই ব্যাটসম্যান। এইচপি ইউনিটের ব্যাটিং পরামর্শক ওয়াসিম জাফর, বাংলাদেশের সাবেক অধিনায়ক সুজন এবং ভিডিও অ্যানালাইসিস্টও উপস্থিত ছিলেন এই সময়।


promotional_ad

তাঁরা সকলে খুঁজে বের করার চেষ্টা করছেন বিশ্বকাপে তাঁদের ব্যাটসম্যানদের ঘাটতিগুলো। শ্রীলঙ্কা সফরের আগে পুরোপুরি প্রস্তুত করতে চাইছেন জাতীয় দলের এই প্রতিভাবান ব্যাটসম্যানদের।


এছাড়া আজ মিরপুরে উপস্থিত ছিলেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। যদিও তিনি ব্যাটিং অনুশীলন করেননি, নিজেকে চাঙ্গা রাখতে একাডেমি মাঠে রানিং সেশনে সময় কাটিয়েছেন তিনি। শীঘ্রই ব্যাটিং অনুশীলন শুরু করবেন সৌম্য।


বিশ্বকাপের পূর্বে সৌম্যর সঙ্গে কাজ করেছিলেন ওয়াসিম। ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে আবাহনীতে সৌম্যর সঙ্গে খেলেছেন জাফর। সে সময় সৌম্যকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছিলেন ভারতীয় অভিজ্ঞ এই ব্যাটসম্যান।


এবার তামিম এবং মিঠুনের সঙ্গেও কাজ করছেন জাফর। যদিও ডিপিএলে মিঠুনের সঙ্গেও খেলার অভিজ্ঞতা আছে তাঁর। সেহেতু বাংলাদেশ দলের ডানহাতি এই ব্যাটসম্যান সম্পর্কে ধারণা আছে জাফরের।


জাফরের সঙ্গে তামিম-মিঠুনদের ব্যাটিং নিয়ে কাজ সম্পর্কে বাংলাদেশ দলের ম্যানেজার সুজন বলেন, 'আমার মনে হয় জফর দেখতে চাচ্ছি কিছু নির্দিষ্ট বলের বিপক্ষে তামিম কেমন ব্যাটিং করছে। এটা তামিমের ওপর নির্ভর করছে সে জাফরের উপদেশ গ্রহণ করবে কিনা। কারণ দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর তামিমের জানার কিছু বাকি নেই। শুধু মাত্র নিজেকে শাণিত করা ছাড়া।'


'সে (জাফর) মিঠুনের সঙ্গে আবাহনীতে খেলেছে। তাই সে জানে মিঠুনের ব্যাটিংয়ের ধরণ কেমন। এই সময়ে গুরুত্বপূর্ণ হল মনে করিয়ে দেয়া কিভাবে সে (মিঠুন) ব্যাটিং করে যখন সে স্বাভাবিক ব্যাটিং করে থাকে।'


বিশ্বকাপে সকলের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন তামিম। বাঁহাতি ব্যাটসম্যান সৌম্যও ছিলেন নিষ্প্রভ। সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি মিঠুনও। তাই নিজেদের তৈরি করতে বিশ্বকাপ শেষ বিশ্রাম না নিয়েই অনুশীলনে মগ্ন তাঁরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball