ম্যাকেঞ্জির দায়িত্ব পালন করবেন ওয়াসিম
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতীয় অভিজ্ঞ ব্যাটসম্যান ওয়াসিম জাফরকে শ্রীলঙ্কা সফরের জন্য ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
বাংলাদেশের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির অধীনে বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কা সফরে মাশরাফিদের সঙ্গে যাচ্ছেন না দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। পারিবারিক কারণ দেখিয়ে ছুটিতে আছেন তিনি।

তাই ম্যাকেঞ্জির দায়িত্ব পালন করতে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে যাবেন ওয়াসিম, জানিয়েছেন আকরাম খান। তাঁর ভাষায়, ‘ম্যাকেঞ্জি যদি সময় দিতে না পারে তাহলে জাফরকে আমরা নিয়ে যাচ্ছি।’
গত ৮ জুলাই বিসিবির গেম ডেভলপমেন্টের কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছিলেন ওয়াসিম। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন তিনি। এছাড়া তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুনকেও দেখা গেছে তাঁর সঙ্গে কাজ করতে।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত আসরে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে এসেছিলেন ভারতীয় অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সে সময় তাঁর সঙ্গে কাজ করে সফল হয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার।