মাশরাফিই অধিনায়ক, জানতেন না প্রধান নির্বাচক
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কা সফরের জন্য ১৪ সদস্যদের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজেও বাংলাদেশের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যদিও এটা জানতেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার কয়েক ঘণ্টা আগেও প্রধান নির্বাচক জানিয়েছিলেন, শ্রীলঙ্কা সফরে কে অধিনায়ক হিসেবে থাকবেন সেই সিদ্ধান্ত বোর্ডের। এ বিষয়ে কিছুই জানেন না তিনি।

লঙ্কানদের বিপক্ষে মাশরাফি অধিনায়ক কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক নান্নুর কণ্ঠে ভেসে আসে অনিশ্চয়তা। প্রধান নির্বাচক হয়েও সিরিজের অধিনায়ক সম্পর্কে না জানার কারণে তৈরি হয়েছিল ধোঁয়াশা। নান্নুর বলেছিলেন, 'এটি তো বোর্ডের সিদ্ধান্ত, আমি বলতে পারবো না।' যদিও কয়েক ঘণ্টার মধ্যেই সেই ধোঁয়াশা কেটে গেল।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৮৫টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। যেখানে তাঁর নেতৃত্বে ৪৭টি ওয়ানডে জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালের এশিয়া কাপে মাশরাফির নেতৃত্বেই ফাইনাল খেলেছিল বাংলাদেশ।
যদিও তাঁর নেতৃত্বে বিশ্বকাপে বাংলাদেশের পারফর্মেন্স সন্তোষজনক ছিল না। ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।